প্রয়াত বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন AIIMS-এ

সম্প্রতি, বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব পরলোক গমন করেছেন

সম্প্রতি, পাওয়া খবর অনুযায়ী দুঃখের ছায়া নেমে এলো সারাদেশে। বিখ্যাত কমেডিয়ান জাদুকর রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) প্রয়াত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, গত ১০ই আগস্ট তিনি জিম করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে AIIMS হসপিটালে ভর্তি করা হয়।

Raju Srivastabv

সূত্রের খবর, এই অভিনেতা শরীর চর্চা করতে করতে হঠাৎই অসুস্থ অনুভব করেন, এরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক হয়েছে তার। এমন অবস্থায় তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। প্রাথমিকভাবে তিনি অল্প সুস্থ হলেও শেষ রক্ষা হলো না তার।

 

প্রায় ১ মাস ধরে তিনি জীবনের সাথে লড়াই করে স্বর্গের দেশে পাড়ি দিয়েছেন। চিকিৎসকরা জানান তার চিকিৎসায় কোন খামতি রাখেনি তারা। তাকে ফিরিয়ে আনার সব পদ্ধতি অবলম্বন করা হয়েছে। খবরে বলা হচ্ছে, হার্ট অ্যাটাকের পাশাপাশি জ্বর ও সংক্রমনের সমস্যাতেও ভুগছিলেন।

যদি রাজু শ্রীবাস্তবের জীবনী নিয়ে কথা বলি, তিনি ১৯৬৩ সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রমেশ চন্দ্র শ্রীবাস্তব। তার বাবা পেশায় একজন কবি। শৈশব থেকে রাজু শ্রীবাস্তবের মধ্যে অনেক গুন ছিল। বিশেষ করে শিল্পীসত্তার দিকে তার মন টানতো। তার মধ্যে এমন গুণ ছিল তিনি খুব সহজেই যে কোন মানুষকে কপি করতে পারতেন। কোন মানুষের চালচলন, কথার ভঙ্গি আরও ইত্যাদি। কমেডির মধ্য দিয়ে মানুষকে হাসাতে তিনি খুব পছন্দ করতেন। রাজু শ্রীবাস্তবের মৃত্যুর (Death of Raju Srivastava) খবর সারাদেশে একটি শোকের ছায়া।