কথা দিয়ে কথা রাখলেন নাপিতের ছেলে, IPL এ ঝড়ের গতিতে বোলিং করে উড়িয়ে দিলেন সকলের হুঁশ

আইপিএল-2022 রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জয়েন্ট উত্তেজনাপূর্ন ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছিল রাহুলের সুপার জয়েন্টকে। ম্যাচের আসল হিরো হয়ে ওঠেন কুলদীপ সেন। কুলদীপ সেনের জন্ম হয় 1996 সালের 22 অক্টোবর মধ্যপ্রদেশের রেওয়া গ্রামে। পিতা সেলুনের কাজের সাথে যুক্ত। শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই কুলদীপ সেন । ম্যাচ তখন টানটান উত্তেজনায়, সুপার জয়েন্টর জেতার জন্য শেষ ওভারে 15 রান প্রয়োজন ছিল। একদিকে বিধ্বংসী ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস স্ট্রাইকে অন্যদিকে বল হাতে কুলদীপ সেন । অবশেষে, প্রয়োজনীয় 15 রান তুলতে দেননি রেয়ারের সেন শেষমেষ 3 রানে পরাজিত হয় সুপার জয়েন্ট।

Kuldeep Rampal Sen

চলতি আইপিএলের মেগা নিলামে রয়্যালস ফ্র্যাঞ্চাইজি টেনে নেয় এই ভারতীয় ক্রিকেটারকে। এবং অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল তার অভিষেক ম্যাচ। এই ভারতীয় ক্রিকেটার ছিলেন অপেক্ষার অধীনে, প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে করলেন বাজিমাত। আইপিএলে নির্বাচিত হওয়ার পর থেকেই কুলদীপ সেনের পরিবার সমেত গোটা গ্রাম এমনকি জেলা আনন্দে উচ্ছ্বসিত। কারণ, ভারতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে তাদের এলাকার ছেলেকে দেখা যাবে। এই কুলদীপ সেন তাদের এলাকায় আনন্দের ঢেউ তৈরি করেছেন।

বাবা রামপাল সেন বলেন, আমি যখন সেলুনে লোকেদের চুল কাটাচ্ছিলাম তখন আমার ছেলে আইপিএল খেলছে দেখে গর্বে বুক ভরে যাচ্ছিল। শোনা যায় তার ছেলের ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল। তিনি স্কুলের হয়ে অনেক ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তার বাবা বলেন ও যখন ছোট ছিল আমি ওর খেলার প্রতি নারাজ ছিলাম কারণ সে চেয়েছিল তার ছেলে যেন শিক্ষার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়। কিন্তু কুলদ্বীপের স্বপ্নই ছিল ক্রিকেটার হওয়ার। তাই সে বাবার থেকে লুকিয়ে লুকিয়ে ক্রিকেট খেলতো যদিও তার মা তাকে সাহায্য করতো।

জানা যায়, কুলদীপ যখন নবম শ্রেণীতে পড়ে তখন থেকেই সে প্র্যাকটিসের জন্য কোচিং নেই। ওখানকার স্থানীয় কোচ তার খেলার প্রতি পারদর্শী দেখে মুগ্ধ হয় এবং তাকে আরোও পরিশ্রম ও খেলার প্রতি ধ্যান দিতে বলে। তারপর থেকেই তার খেলার প্রতি আরোও আগ্রহ বেড়ে যায় ও মনে মনে থান নেই সে খেলার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে। যদিও এই কম্পিটিশনের যুগে নিজেকে নিয়ে চিন্তিত ছিল। অবশেষে, তার কঠোর পরিশ্রম ও খেলার অভিজ্ঞতা তাকে জেলাস্তরে জেলা থেকে রাজ্য স্তরের নিয়ে চলে যায়।

Kuldeep Rampal Sen

আজকের দিনের কুলদীপ সেন একজন সাফল্য। তার সফলতা অর্জনের জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ও নিজের পরিশ্রম জারি রাখতে হয়েছিল। তার প্রথম সফলতা এসেছিল 2018 সালে। 2018-19 সালের রঞ্জি ট্রফিতে 1লা নভেম্বর মধ্যপ্রদেশের হয়ে অভিষেক ঘটে। এবং2018 সালের 21 নভেম্বর তিনি পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 উইকেট লাভ করেছিলেন। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এবং ধীরে ধীরে সে নিজের পরিচয় বাড়াতে থাকে।
বর্তমানে এখন তিনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট IPL- এর সাথে যুক্ত। ভারতীয় ক্রিকেটার কুলদীপ সেনকে 2022 এর মেগা নিলামে রাজস্থান রয়্যালস দল অভিযুক্ত করেছে। তিনি একজন ডানহাতি পেসার ও দলের হয়ে ভালো প্রদর্শন করে চলেছে।