ক্ষমতায় ফিরলে আমরা কালাপানি এলাকা ভারতের থেকে ছিনিয়ে নেব: নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী

ভারতের প্রতিবেশী দেশ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জনগণকে টোপ দিয়েই থাকেন। ক্ষমতায় ফিরে আসার জন্য তিনি নেপালের জনগণকে নতুন টোপ দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর দল সিপিএন-ইউএমএল ক্ষমতাই যদি ফিরে আসে তাহলে ভারতের কালাপানি, লিম্পিয়াধুরা এবং লিপুলেখ অঞ্চল গুলিকে তিনি তাঁর দেশে ফিরিয়ে আনবে।

নেপাল সবসময় দাবি করে, কালাপানি তার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু হিসেব মতে ভাতের উত্তরাখণ্ড রাজের পিথোরগড় জেলার অংশ হলো কালাপানি। কিন্তু নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তা মানতে নারাজ। কিছুদিন আগে নেপাল দেশ নতুন মানচিত্র প্রকাশ করেছে, মানচিত্র এর মধ্যে পিথোরাগড়ের লিপুলেখ এবং কালাপানিকে নেপাল দেশের অঞ্চল বলে দেখানো হয়েছে।

শুধু তাই নয়, নেপাল উত্তরাখন্ডের থেকে ৪০৫ কিলোমিটার সীমান্তের দূরত্ব দেখিয়েছে। উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সাথে চীনের সীমান্ত একই দূরত্ব দেখানো হয়েছে। যদিও ভারত একে নেপালের শিশু সূলভ আচরণ বলে অভিহিত করেছে।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী অলির নেপালে দক্ষিণ চিতওয়ানে কমিউনিস্ট পার্টির ১০তম সাধারণ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এরম বিবৃতি করেছেন। তিনি এটাও বলেছেন, প্রতিবেশী দেশে ভারতের সঙ্গে শত্রুতা তিনি মোটেও চান না। দুই দেশের আলোচনার মধ্যে সমস্যা মেটে, নির্বাচনে জেতার পর সেটাই তাঁর লক্ষ্য।

আসলে নেপালের কিছু রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করেন। তাই চীনকে খুশি করতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত বিরোধী বক্তব্য দেন বলে মনে করা হয়।

Related Articles

Back to top button