মন্দিরে এই পোশাক কেন? কটাক্ষ উড়ে আসতেই মোক্ষম জবাব অভিনেত্রী কোয়েলের

বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bangla film industry) জনপ্রিয় হাইপেড টপ অভিনেত্রী (famous high paid actress) হলেন কয়েল মল্লিক (Koyel mallick)। তার আরেকটি পরিচয় হলো তিনি প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit mallick)মেয়ে। কয়েক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন ২০০৩ সালে ফিল্ম “নাটের গুরু” এর মাধ্যমে। প্রথম ফিল্ম থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এমনকি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। এরপর নিজের কেরিয়ারে একের পর এক হিট ফিল্ম উপহার দিয়ে এসেছেন তিনি।

কোয়েলের ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি ২০১৩ সালে তিনি নিশপাল সিংয়ের সাথে ২০১৩ সালে গাটছড়া বেধেছিলেন ও বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে কবির সিং। কয়েক মল্লিক সমালোচনা থেকে শত হস্ত দূরেই থাকেন। কিন্তু সম্প্রতি তাকে স্বীকার হতে হয়েছে সমালোচনার (Koyel mallick is now in controversy)। আর এই সমালোচনার কারণ হলো কোয়েল মল্লিকের পোষাক (dress of Koyel mallick)। সাধারণত কোয়েল মল্লিক অত্যন্ত ভদ্র পোশাক পরে। অর্থাৎ শর্ট, খোলামেলা বা ক্লিভেজ দেখানো পোশাক পরেতে দেখায় যায় না। কিন্তু কিছুদিন আগে জঙ্গলে মিতিন মাসি এর শুটিংয়ে দলমা পাহাড়ে গিয়েছিলেন কোয়েল।

জঙ্গলের ভেতরেই হয়েছে ফিল্মের শুটিং। সেখানেই মহাদেবের মন্দির দেখতে পেয়ে দর্শন করতে যান কোয়েল। মন্দিরে যাওয়ার সময় তিনি পরেছিলেন টি-শার্ট আর ঢিলেঢোলা একটি প্যান্ট। নতমস্তকে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি মহাদেবের। আর সেই ভিডিও শেয়ার করে তিনি লেখেন “শুটের মধ্যে ভক্তিমূলক ভ্রমণ।” হ্যাশট্যাগে লেখেন “ঝাড়খন্ড ভ্রমণের অভিজ্ঞতা।” লাল মাটির দেশে কোনও এক অজানা মন্দিরে গিয়ে কোয়েল যখন উচ্ছ্বসিত ঠিক তখনই তাঁর উদ্দেশে আসে এক মন্তব্য।

এক ইনস্টাগ্রাম ইউজার কোয়েলের পোশাক উদ্দেশ্য করে লেখেন “একজন বাঙালি অথবা একজন হিন্দু হিসেবে মন্দিরে যাওয়ার সময় আমাদের শাড়ি অথবা সালোয়ার পরে যাওয়া উচিৎ। আমি আপনাকে বিচার করছি না। কিন্তু এটাই আমাদের সংস্কৃতি।” এই মন্তব্যের পর চুপ থাকেননি কোয়েল। তিনি মিষ্টি ভাবে মোক্ষম জবাব দিয়ে লেখেন “ভক্তি মনের ব্যাপার। পোশাকের নয়। আপনাকেও আমি বিচার করছি না।” এরপর কোয়েলের পাশে তার ভক্তরা এসে দাঁড়ায়। এক ভক্ত ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন “তাহলে কি বলতে চাইছেন, শাড়ি অথবা সালোয়ার না পরে গেলে ভগবান ভালবাসেন না? বা ধরুন বাড়িতে শাড়ি পরে নেই , কিন্তু কোনও বিপদে পড়ে ভগবানকে ডাকলাম তখন ভগবান সাড়া দেবেন না? এই যে সংস্কৃতির কথা বলছেন, এই সংস্কৃতির স্রষ্টা কে? আমরা মানুষেরা। ভগবান মনে আছে । তিনি সবার মধ্যে আছেন।”

পোশাক নিয়ে অভিনেত্রীদের ট্রোলিং নতুন নয়, কিন্তু কোয়েলকেও যে শুনতে হবে এমন কথা, তা হয়তো নিজেই ভাবেননি তিনি। এছাড়া কয়েকের ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে তিনি মিতিন মাসির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন যা এই বছর দূর্গা পূজার সময় মুক্তি পাবে।