বাংলার আবহাওয়ার তুমুল আলোড়ন…জেলায় জেলায় চরম বৃষ্টি পূর্বাভাস , তছনছ হবে সব

বাংলার আবহাওয়ার তুমুল আলোড়ন

শীতের (Winter) দাপট হবে শেষ। রাজ্য থেকে শীতের বিদায় আসার সময় এসে গেছে। ধীরে ধীরে রাজ্যের গরম বাড়বে। এই সপ্তাহের আবহাওয়া ওঠা নামা করবে। রাজ্যের আবহাওয়া নিয়ে নতুন তথ্য (West Bengal Weather Update) দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। দুই বঙ্গের কিছু এলাকায় ভারী কুয়াশার দাপট দেখা দেবে। আবার কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন।

Weather

রাজ্য থেকে ধীরে ধীরে শীত উধাও হবে। উত্তর ও দক্ষিণ বঙ্গের (North & South Bengal) অনেক জেলায় কুয়াশা দেখা যাবে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এভাবেই ওঠা নামা করবে। উত্তরবঙ্গের একাধিক জেলাতে কুয়াশা বাড়বে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ঘন কুয়াশা দেখা দেবে। এছাড়া কলকাতা, হাওড়া সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে। তবে দক্ষিণ বঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকলেও সারাদিন আকাশ থাকবে পরিষ্কার।

আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের বৃষ্টি ও তুষারপাত হতে পারে। কেননা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার উদ্ভব হয়েছে। আগামী বুধবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। তাই উত্তর বঙ্গের কিছু জেলা সহ সিকিম, অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা থাকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়া বাকি দিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে।

Alipore

আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের তাপমাত্রা ওঠা নামা করবে। আগামী বৃহস্পতিবার রাজ্যের তাপমাত্রা কিছুটা কমবে। শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে রাজ্যে। শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। আগামী সোম ও মঙ্গলবার আবার তাপমাত্রা কমতে শুরু করবে। ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে সকালে থাকবে শীতের আমেজ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Rainy