এই নেকলেস কিনতে গেলে লজ্জা পাবে নীতা আম্বানিও! জেনে নিন ঊর্বশীর গলার কুমির নেকলেসের দাম

স্যোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। কখনও তাঁর ব্যক্তিগত জীবন, আবার কখনও তাঁর কেরিয়ার, সবকিছু নিয়েই চর্চায় থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে এর মাঝে আবার তাঁর কিছু কাজকর্মের জন্য মাঝে মধ্যে ট্রোলেরও শিকার হতে হয় এই অভিনেত্রীকে।

সম্প্রতি তাঁর এক কাজের জন্য আবারও ট্রোলের শিকার হতে হল এই অভিনেত্রীকে। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। আর তারপর থেকেই তাঁকে নিয়ে সমালোচনা শেষ হচ্ছে না নেটদুনিয়া থেকে। তাঁর পোশাক নয়, এবার তাঁর পরিহিত অলংকার নিয়ে শুরু হল তুমুল চর্চা।

img 20230524 165405

এদিনের অনুষ্ঠানে তাঁর গলায় সুবিশাল দুটো কুমির ঝুলে থাকতে দেখা গেল। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই কুমির আসল নয়, তা আসলে ধাতুর তৈরি। শুধুমাত্র গলায়ই নয়, তাঁর কানেও এইরকমই দুটো দুলও দেখা গিয়েছিল। আর তাঁর এই অলংকার নিয়েই শুরু হয়ে তুমুল ট্রোল।

ঊর্বশী রাউতেলার এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জানিয়ে রাখি, এই হারটির আগে দাম ছিল প্রায় ২০০ কোটি টাকা। তবে অভিনেত্রীর গলায় এই হার ওঠার পর সেটির দাম আরও বেড়ে প্রায় ২৭৬ কোটি টাকা হয়ে গিয়েছে। তবে নিজের এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার এই হার পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের সাফল্য ও ব্যর্থতার প্রতীক হিসাবেই বোঝানো হয়েছে’।

img 20230524 165344

তবে অভিনেত্রীর এই দুল দেখে রীতিমত তাজ্জব হয়ে যায় নেটিজনরা। কেউ কেউ মজা করে লিখলেন, ‘এবার যদি এই কুমিরটা বেঁচে ওঠে? তাহলে তো ফটোশ্যুট ভুলে পালাতে হবে এখান থেকে’।

Related Articles

Back to top button