গ্ল্যামার দুনিয়ায় পা রাখার আগেই তাঁরা সেলিব্রিটি! জেনে নিন বলিউডের স্টারকিডদের পড়াশুনার দৌড়

বলিউড (bollywood) মানেই গ্ল্যামারের দুনিয়া। এই দুনিয়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে তারকাদের কতই না কাঠখড় পোড়াতে হয়। তবে একবার কোন তারকা সুপারস্টার হয়ে গেলে, তাঁর পরিবারের বাকিরা, বিশেষ করে তাঁর সন্তান সন্ততিরাও বিনোদনকেই নিজেদের পেশা হিসাবে বেছে নেন।
সেদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান, শ্রীদেবী থেকে সইফ আলি খানরা অনেক কষ্ট করে বিটাউনে নিজেদের জায়গা তৈরি করলেও, তাঁদের সন্তানরা কিন্তু জন্ম থেকেই স্টার। পাশাপাশি দেখা গিয়েছে, এই স্টার কিডদের (starkid) বেশিরভাগই পা রেখেছেন বিনোদন দুনিয়াতে। আবার কেউ কেউ খুব শীঘ্রই নাম লেখাবেন এই জগতে। এবার দেখে নিন এই সকল স্টার কিডদের পড়াশুনার দৌড়। অর্থাৎ ঠিক কতদূর পড়াশুনা করেছেন তারকা সন্তানরা।
আরিয়ান খান (Aryan Khan)- বলিউডের কিং খান শাহরুখ খান এবং গৌরী খানের প্রথম সন্তান হলেন আরিয়ান খান। তবে আরিয়ান খান বলিউডে প্রবেশ করার আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন। তবে সেসব বিতর্ককে দূরে ঠেলে আবারও ফিরেছে নিজের মেজাজে। জানিয়ে রাখি, লন্ডন এবং সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে চারুকলা নিয়ে স্নাতক হওয়ার পাশাপাশি সিনেমাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে উচ্চশিক্ষার ডিগ্রি পেয়েছেন তিনি।
জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)- প্রয়াত বলি অভিনেত্রী শ্রীদেবী বড় মেয়ে জাহ্নবী কাপুর ইতিমধ্যেই নাম লিখিয়েছেন বলিউডে। জানা গিয়েছে, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশুনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য লস অ্যাঞ্জেলসের লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশুনা করেন তিনি।
সারা আলি খান (Sara Ali Khan)- ইতিমধ্যেই বিটাউনে নিজের শক্তিশালী জায়গা তৈরি করা সারা আলি খান হলেন বলি অভিনেতা সইফ আলি খান এবং অমৃতা সিং-র বড় মেয়ে। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়ার পর ভারতে ফিরে এসে বিনোদন দুনিয়ায় পা রেখেন সারা আলি খান।
নায়সা দেবগন (Nysa Devgan)- সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে পড়াশুনা করার পর উচ্চ শিক্ষার জন্য তিনি সুইজারল্যান্ড গিয়েছিলেন বলি তারকা কাজল এবং অজয় দেবগনের কন্যা নায়সা দেবগণ। তবে বর্তমানে তিনি ভারতেই আবার ফিরে এসেছেন।
অনন্যা পান্ডে (Ananya Pandey)- ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিকভাবে পড়াশোনা শেষ করে লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে বলিউডে পা রাখেন বলি অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী।