৮০-র ঘরে পৌঁছে গেলেও, যৌবনের দিক থেকে এগিয়ে রয়েছেন এই বলি অভিনেতার! রইল তালিকা

বলিউড সেলেবদের বয়স যেন কমতেই চায় না। সর্বদা মেকআপের মধ্যে থাকার কারণে, তাঁদের বয়স যেন সেই যৌবনেই আটকে রয়েছে। তবে এমন অনেক বলিউড সেলেব রয়েছে, যাদের বয়স ৬০ পেরিয়ে গেলেও, আজও তাঁরা যেন ২০-র যুবক। যেকোন নায়িকা, এমনকি যে কোন চরিত্রে আজও তাঁরা সাবলীলভাবে অভিনয় করে চলেছে।
দেখে নিন তালিকা-
ধর্মেন্দ্র (Dharmendra)- অমিতাভ বচ্চনের সমসাময়িক এই অভিনেতাও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৯৩৫ সালে জন্মগ্রহণকারী এই অভিনেতা অমিতাভ বচ্চনের থেকে ৬ বছরের বয়স হওয়ায় তাঁর বয়স প্রায় ৮৬ বছর। আজও যেন তরুণ প্রজন্মকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই অভিনেতা।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- দীর্ঘ ৫০ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছেন সত্তরের দশকের এই অভিনেতা। ১৯৪২ সালে জন্মগ্রহণকারী এই অভিনেতা পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি সম্মানে সম্মানিত হয়েছেন। হিসেব করলে দেখা যায় বিগ বির বয়স প্রায় ৮০ বছর হয়ে গিয়েছে।
সলমান খান (Salman Khan)- বলিউডের এই তারকাও ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। তবে এই ৫৬ বছর বয়সে দাঁড়িয়েও অবিবাহিত রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান।
শাহরুখ খান (Shah Rukh Khan)- ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন বলিউডের বাদশা খান শাহরুখ খান। বয়স ৫৬ বছর হয়ে গেলেও, এই ৩০ বছরের কেরিয়ারে ৮০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তবে তাঁকে দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই, যে তিনি সিনিয়র সিটিজেনের তালিকার দিকে এগোচ্ছেন।
আমির খান (Aamir Khan)- সলমান খান এবং শাহরুখ খানের পাশাপাশি ১৯৬৫ সালই জন্মগ্রহণ করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান। এই মুহূর্তে তাঁর চলচ্চিত্র ফ্লপের তালিকায় নাম লেখালেও, ৫৬ বছর বয়সেও তাঁর জৌলুস চোখে পড়ার মতন।