সিনেমা হোক বা কনসার্ট, গান গেয়ে জিতেছেন কোটি কোটি শ্রোতার মন! জেনে নিন অরিজিৎ সিং-র সম্পত্তির পরিমাণ

বিনোদন দুনিয়ায় বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। বাঙালি হোক কিংবা অবাঙালি, কথায় বলে যোগ্যতাই মানুষের আসল পরিচয়। আর সেই কারণে, বহু বাঙালি রয়েছেন যারা দাপিয়ে বেড়িয়েছেন বলিউডে। আর তাঁদের মধ্যে অনেকেই হয়ত আজকের দিনে এই পৃথিবীতে না থাকলেও, তাঁদের কাজ ভোলেননি মানুষজন। তবে যার রয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন স্বনামধন্য গায়ক অরিজিৎ সিং (arijit singh)।

বাংলা, হিন্দি এমনকি, অন্যান্য অনেক ভাষাতে গান গেয়ে আজকের দিনে শ্রোতাদের হৃদয়ে একটা মূল্যবান জায়গা অর্জন করে নিয়েছেন গায়ক অরিজিৎ সিং। তাঁর গান শোনার জন্য উন্মুখ হয়ে থাকে দর্শকরা। কোন চলচ্চিত্রে তাঁর গান থাকা মানেই, যেই চলচ্চিত্র সুপারহিট। এমনকি তাঁর খালি গলার গান শুনেও মুগ্ধ হন শ্রোতারা। তাঁর গলায় যেন স্বয়ং সরস্বতীর বাস রয়েছে বলেও মনে করা হয়।

img 20230504 220109

তবে খ্যাতির শীর্ষে পৌঁছে যেতেও, আজও তিনি মাটির মানুষ। এমনকি মুর্শিদাবাদ, তাঁর জন্মস্থানে গেলে তাঁকে খুবই সাধারণ ভাবেই দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। শুধুমাত্র তাঁর ভক্তরাই নন, তাঁর এই সাধারণভাবে থাকার কথা জানিয়েছেন এক পরিচালকও। আজও ছেলেমেয়ের স্কুলের বাইরে আর পাঁচজন বাবা মায়ের মত দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে।

প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কিন্তু কোন সময় অর্থের অহংকার করেন না অরিজিৎ সিং। জানা যায়, চলচ্চিত্রে এক একটি গান করার জন্য প্রায় ২ থেকে ২৫ লক্ষ টাকা নিয়ে থাকেন এই গায়ক। আর কনসার্টের ক্ষেত্রে সেটা যে বাড়বে, তাতে কোন সন্দেহ নেই।

img 20230504 220054

খুব কম কনসার্ট করতেই দেখা যায় অরিজিৎ সিংকে। কিন্তু যখন শো করেন, তখন বেশ মোটা টাকাই পারিশ্রমিক নিয়ে থাকেন। রিপোর্ট বলছে, ২০১৭ সালে অরিজিৎ সিং-র সম্পত্তি ৪৩ কোটি টাকার বেশি থাকলেও, আজকের দিনে তা দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা। মাসে প্রায় ৪ থেকে ৫.৮ কোটি টাকা উপার্জন করলেও, খুবই সাধারণ ভাবে থাকেন তিনি। আবার ২০১৯ সালে ক্যানবি লাইফস্টাইল-এর রিপোর্ট থেকে জানা যায়, মোট ৭১.০৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই গায়কের কাছে। আর সে কারণে ফোবসের তালিকায় ২৬ নম্বরে স্থানে রয়েছেন অরিজিৎ সিং।