কারও দিকে আঙুল না তুলে দেশের কথা ভাবলে ভাল হতো বিরাট কোহলির: কপিল দেব

সম্প্রতি বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলীর দ্বন্দ্ব তুঙ্গে রয়েছে। ভারতের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন বিরাট কোহলি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেছিলেন, তিনি পরোক্ষভাবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে উদ্দেশ্যে করে বলেছেন, সৌরভ গাঙ্গুলীকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার জন্য কেউ বারন করেননি। পাশাপাশি তিনি আরো বলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলার মাত্র ৯০ মিনিট আগে জানতে পারেন তাঁর টি- টুয়েন্টি ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের পথ চলা শেষ হতে চলেছে।

তবে কোলির এরকম সাক্ষাৎকার কাপিল দেব ভালোভাবে নেননি, তিনি বিরাট কোলিকে নিশানা করে বলেছেন, কারোর দিকে আঙুল তোলা ঠিক নয়। দক্ষিণ আফ্রিকায় সঙ্গে ভারতের টেস্ট ক্রিকেটের যে সফরটা রয়েছে, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি আরো বলেন তিনি বল বোর্ডের সভাপতি কিন্তু বোর্ডের সভাপতি নন সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট অধিনায়কের বড় একটা ব্যাপার রয়েছে।

একে অপরের বিষয়ে খারাপ কথা না বলে, খেলায় মনোযোগ দেওয়া উচিত। যদি কোন ভুল হয় তাহলে নিশ্চয়ই সেটা সবার প্রকাশ্যে আসবে। কিন্তু সফরের আগে কোন বিতর্ক করা উচিত নয়।