ট্যুইটার নিয়ে Elon Musk কে বিশেষ পরামর্শ বলিউড কন্ট্রভারসি কুইন কঙ্গনার…

এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলো এলন মাস্ক (Elon Musk)। তিনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের (Twitter) নতুন ওনার। তিনি প্রায় টুইটারে বিভিন্ন ধরণের পরিবর্তন করতে থাকেন এবং এই পরিবর্তন গুলির কারণে আলোচনার বিষয় হয়ে থাকেন। যেমন সম্প্রতি এখন এলন মাস্ক (Elon Musk) আলোচনার বিষয় হয়ে রয়েছেন কারণ তিনি টুইটারে (Twitter)এমন একটি পরিবর্তন নিয়ে আসতে চলেছে যার বিষয় জানার পর মানুষের মধ্যে হৈচৈ পরে গেছে। মানুষ একটুও পছন্দ করছে না এলন মাস্কের এই নতুন সিদ্ধান্ত।

Elon Musk

 

জানা যাচ্ছে যে ট্যুইটারে নতুন মালিক এলন মাস্ক সিদ্ধান্ত নিতে চলেছেন ব্লু টিক পেতে দিতে হবে ৪.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় ৮৫৬ টাকা। যদিও টেসলার সিইও এলন মাস্ক এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই প্রকল্পটি এখনও বাতিল করার সম্ভবনাও রয়েছে। তবে এমন মাস্কের এই পরিবর্তনে খবর আউট হওয়ায় যেহেতু হৈচৈ পরে গেছে তাই বলিউডের (Bollywood film industry) কনট্রোভার্সি কুইন ও জনপ্রিয় অভিনেত্রী (Bollywood actress) কঙ্গনা (Kangna Ranaut) টুইটারের এই বদল নিয়ে ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে এলন মাস্ককে পরামর্শ দিয়েছেন। আসুন এই বিষয় বিস্তারিত জেনেনি।

Twitter

অভিনেত্রী (Bollywood actress) কঙ্গনা (Kangna Ranaut) তার ইনস্টাগ্রাম স্টোরিতে এলন মাস্ক উদ্দেশ্য করে লিখেছেন। সবার প্রথমে তিনি টুইটারকে সর্ব শ্রেষ্ঠ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ব্যাখ্যা করেছেন ও তারপর বলেছেন যে ” এই মুহূর্তে ট্যুইটার হল সেরা সোশ্য়াল মিডিয়া প্লার্টফর্ম। এটা মানুষের জীবনযাত্রার পরিবর্তে বুদ্ধিমত্তা, জ্ঞান, মতাদর্শকে আরও উন্নত করে। তবে ট্যুইটারের ভেরিফিকেশনের বিষয়টা ঠিক বুঝি না। এমন কিছু অ্যাকাউন্টও ভেরিফায়েড হয়ে যায়, যাঁদের আদপে কোনও অস্ত্বিত্বই নেই। এর আগে ট্যুইটারে আমার অ্যাকাউন্টটি ভেরিফায়েড হয়ে গিয়েছিল, অথচ আমার বাবা যখন তাঁর অ্যাকাউন্টটি ভেরিফায়েড করতে চেয়েছিল, তখন ৩-৪টে কারণ দেখিয়ে তা খারিজ করে দেওয়া হয়। যেন আমার বাবা কোনও বেআইনি কার্যকলাপ করেন। আমার মনে হয়, যাঁদের আধারকার্ড আছে তাঁদের সকলের অ্যাকাউন্টটিই ভেরিফায়েড করে দেওয়া উচিত।’

Kangna Ranaut

এছাড়া ট্যুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে টাকা নেওয়ার বিষয়টিতে কঙ্গনা এলন মাস্ককে সাপোর্ট করে লিখেছেন যে এই পৃথিবীতে কোনওকিছুই ফ্রিতে পাওয়া যায় না। টাকা নিলে তা ট্যুইটারের উন্নতিতেই কাজে আসবে। টাকা না নিলে চলবে কীভাবে? আর টুইটার আপনাকে শুধু তথ্য দিচ্ছে না বরং ওদের অংশ করে নিচ্ছে যাতে আপনি আপনার মত সকলের সামনে তুলে ধরতে পারেন ও সেটাকে প্রচারের আলোয় আনতে পারেন। আর তাই টাকা নেওয়ার ভাবনাটা মন্দ নয়। এই সিদ্ধান্ত টুইটারকে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে সাহায্য করবে।