বড় হয়ে অনেকখানি বদলে গিয়েছে শ্রীদেবীর অনস্ক্রিন ছেলে, নতুন লুক দেখে চমকে যাবেন আপনিও

বলিউডে (Bollywood) একজন জনপ্রিয় ও টপ অভিনেত্রী (Bollywood actress)ছিলেন প্রয়াত শ্রীদেবী (Late Shri Devi)। একটা সময় ছিল যখন প্রয়াত শ্রীদেবী (late Shri devi) যেই ফিল্মে থাকতো সেই ফিল্মটি হিট প্রমাণিত হবে ধরে নেওয়া হতো। ইনি তামিল ফিল্মে চাইল্ড আর্টিস্ট হিসাবে ১৯৬৭ কানধান কারুনাই ফিল্ম দ্বারা নিজের কেরিয়ারের শুরু করেছিলেন। এরপর বলিউডেও চাইল্ড আর্টিস্ট হিসেবে ১৯৭১ সালে নিজের ডেবিউ ফিল্ম করেছিলেন রানী মেরা নাম ফিল্ম দ্বারা। এরপর বড় হওয়ার পর তিনি এডাল্ট অভিনেত্রী (Bollywood actress) হিসেবে তামিলে ১৯৭৬ সালে মুনড্রু মোদিচু ও ১৯৭৯ সালে বলিউডে সোলভা সাবান নামক ফিল্মে ডেবিউ করেছিলেন। এরপর ধীরে ধীরে তিনি তামিল ও বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন এবং নিজের কেরিয়ারের একের পর এক হিট ফিল্মে কাজ করেন। বিশেষ করে বলিউডে শ্রীদেবী বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। শ্রীদেবীর কয়েকটি বলিউডের জনপ্রিয় ফিল্ম হলো জুদাই, নাগিনা, ইংলিশ ভিংলিশ, লাডলা, মিস্টার ইন্ডিয়া, মাওয়ালি , হিম্মতওয়ালা ইত্যাদি। অনেক জনপ্রিয় ফিল্মে কাজ করার পর শ্রীদেবী প্রোডিউসার বনি কাপুরকে বিয়ে করে তার দুই সন্তান জানভি কাপুর ও খুশি কাপুরের সঙ্গে সুখে সংসার করছিলেন।

Sridevi

পরে আবার বলিউডে ইংলিশ ভিংলিশ ও মম ফিল্মের মাধ্যমে কাম ব্যাক করেছিলেন ও আগের মতোই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু হটাৎ একদিন ২০১৮ সালে হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটেছিল শ্রীদেবীর। তবে মৃত্যুর ৪ বছর পর আজও শ্রীদেবীর জনপ্রিয়তা মানুষের মাঝে একইরকম রয়ে গেছে। আর তাই প্রায় শ্রীদেবীর পুরোনো সময়ের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় (social media)  ভাইরাল (Viral)  হয় ও ঘুরপাক খেতে থাকে। এমনকি শুধু ছবি নয় তার অনেক ফিল্মের ক্লিপিংও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক করতে থাকে। তবে আজ আমরা আমাদের আর্টিকেলে শ্রীদেবী নয় বরং তার সম্পর্কিত আরেকজন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় (Social media) আলোচনার বিষয় হয়ে উঠেছে সেই বিষয় কথা বলবো। আসলে আজ আমরা যেই অভিনেতার বিষয় কথা বলবো তিনি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া শ্রীদেবী অভিনীত ফিল্ম ‘জুদাই’-তে চাইল্ড অভিনেতা হিসাবে কাজ করেছিলেন এবং ফিল্মে শ্রীদেবীর ছেলে হয়েছিলেন। এই অভিনেতার নাম হলো ওমকার কাপুর (Omkar Kapoor)। ফিল্মে ওমকারের দুর্দান্ত অভিনয় ও তার কিউটনেসকে দর্শক দ্বারা বেশ পছন্দ করা হয়েছিল। আজ সেই ওমকার কাপুর ৩৫ বছর বয়সী হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়েছে। ওমকারের বর্তমান লুক ও তার ফিট বডিকে জনগণ দ্বারা খুব পছন্দ করা হচ্ছে। ইনি সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন ও নিজের ফটো ভিডিও শেয়ার করতে থাকেন। ওমকারের (Omkar Kapoor) সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা হলো ৭২.৭k।

Judai film child actor

ওমকার কাপুর খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলেন। ১৯৯৬ সালে চাইল্ড হিসেবে প্রথম মাসুম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই ফিল্মের ‘ছোটা বাচ্চা জান কে না কোই আঁখ দেখানা রে…’ গানটি সেই সময়ে দারুণ হিট করেছিল। আজও মানুষকে এই গান গুনগুন করতে দেখা যায়। এছাড়া ওমকার সালমান খানের ফিল্ম জুরওয়া-তেও কাজ করেছিলেন। এই ফিল্মে তিনি সালমানের ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন এবং তার অভিনয় দর্শক দ্বারা বেশ পছন্দ করা হয়েছিল। আর ওমকার গোবিন্দর হিরো নম্বর ওয়ান ফিল্মেও ছিলেন।

Omkar Kapoor

ওমকার বড় হওয়ার পরও অনেক হিট ফিল্মে কাজ করেছেন যেমন – প্যার কা পঞ্চনামা-২, ঝুটা কাহি কা ইত্যাদি। ওমকারের ছোটবেলার লুক ও এখনের লুকের মধ্যে কোনো মিল নেই। কেউ প্রথম দেখায় ধরতেই পারবে না যে এটা সেই বাচ্চা ছেলে যে একসময় নিজের কিউটনেস দ্বারা লোকেদের মুগ্ধ করতো। এছাড়া জানিয়ে দি যে ওমকার কাপুর ঘুরতে যাওয়ার শক রাখেন। তাই আপনি যদি তার ইনস্টাগ্রাম একাউন্ট দেখেন তাহলে দেখতে পাবেন ঘুরতে যাওয়ার অনেক ফটো তার সোশ্যাল মিডিয়া একাউন্টে ছাড়া রয়েছে। সেই ফটো গুলি অনেক সুন্দর লোকেশনে তোলা হয়েছে ও ফটো গুলিতে ওমকারকে অনেক বেশি হ্যান্ডসাম দেখতে লাগছে। এবার আপনি আমাদের কমেন্টে অবশ্যই জানবেন ওমকার কাপুরকে দেখে ও তার বিষয় জেনে আপনার কেমন লাগলো।

Omkar Kapoor