জয়বাংলা পেনশন স্কিম! প্রতিমাসে মিলবে ১০০০ টাকা, কারা পাবেন এই বিশেষ সুবিধা লাভ, জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের আর্থিক সহায়তার জন্য ‘জয় বাংলা’ পেনশন স্কিম চালু করেছিলেন। তবে এই স্কিমের সুবিধা মূলত পেয়ে থাকবে, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মানুষরা। আসুন বিস্তারিত জেনে নিন এই স্কিম এর ব্যাপারে।

জয়বাংলা স্কিমের মধ্যে মোট তিনটি স্কিম রয়েছে। সেই তিনটি স্কিম হল, তফশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক।

এই স্কিম গুলোতে আবেদন করতে হলে ৬০ বছরের বেশি বয়স হতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। ব্যক্তির বিপিএল তালিকায় নাম থাকতে হবে। সরকারি চাকরির পেনশন পেলে এই স্কিমের সুবিধা সেই ব্যক্তি পাবেন না।

যে যে ডকুমেন্টগুলো লাগবে:

১) পাসপোর্ট সাইজের নিজস্ব ফটোগ্রাফ
২) বিপিএল অন্তর্ভুক্ত রেশন কার্ডের ফটোকপি
৩) আধার কার্ডের ফটোকপি
৪) ভোটার কার্ডের ফটোকপি
৫)রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ফটপকপি ৬) ইনকাম সার্টিফিকেটে নিজের সই
৭) ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ফটো

এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদনকারীকে ‘জয় বাংলা’ পেনশন স্কিমের জন্য আবেদন করতে হবে। সমস্ত কিছু ডকুমেন্ট ঠিকঠাক থাকলে এবং পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই ব্যক্তির নিজস্ব ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন।

যারা জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করবে, তাদের নাম এই স্কিমের এর জন্য নথিভুক্ত হলে তারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন হিসেবে পাবেন। যারা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করবেন, তারা প্রতি মাসে ৬০০ টাকা করে পাবেন। তবে এইসব প্রকল্পের সুবিধা পেতে গেলে ব্যক্তিকে অবশ্যই ৬০ বছরের বেশি হতে হবে এবং অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।