ভারতীয় সেনার বড়ো পদে চাকরির সুযোগ! বেতন ৬১,৩০০ টাকা

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ শুরু হয়েছে। যিনি আবেদন করবেন তার বয়স ২১ থেকে ৩২ বছর অবধি হতে হবে। আবেদন কারীকে BVSc/BVSc এবং AH ডিগ্রি থাকতে হবে ভারতীয় যে কোনো বিশ্ব বিদ্যালয় থেকে। আবেদন করার শেষ তারিখ হলো ১৮ই নভেম্বর ২০২১ পর্যন্ত।

আবেদনকারীকে ভেটেরিনারি যোগ্যতা থাকতেই হবে। আবেদন কারীদের মধ্যে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে। এরপরে প্রার্থীকে প্রশিক্ষণ নিতে হবে সেন্টার অ্যান্ড কলেজ, মিরাট ক্যান্টনমেন্টে পোস্ট কমিশনের কাছ থেকে। ক্যাপ্টেন পদে নিযুক্ত করা হবে যোগ্য প্রার্থীদের।

প্রার্থীদের পে ম্যাট্রিক্সে পদের ভিত্তিতে বেতন দেওয়া হবে ৬১৩০০টাকা। চাকরির প্রথম মেয়াদ থাকবে ৫ বছর এরপর কর্ম ক্ষমতার ভিত্তিতে আরো ৫ বছর বাড়ানো হবে। ভাতা দেওয়া হবে রক্ষণাবেক্ষণ এবং মহার্ঘ।

এছাড়া প্রার্থীদের রোয়াতি আবাসন, রেশনের সুবিধা , বিনামূল্যে স্বাস্ত্র সুবিধা নিজের সাথে পরিবারেরও পাবেন। এছাড়া এলটিসি, ৬০দিনের ছুটি এবং ক্যাজুয়াল ছুটি পাবে ২০দিন পাবেন। এছাড়া ক্যান্টিনের সুবিধা এবং গ্রূপ বীমা কভার সুবিধাও পাবেন। বিস্তারিত তথ্য জানার জন্য joinindianarmy.nic.in এই ওয়েব সাইটে যান।

Related Articles

Back to top button