মাসিক ৮২ টাকা খরচে Jio দিচ্ছে ডেটা সহ আনলিমিটেড কল এর সুবিধা, এখুনি জানতে

সম্প্রতি সবকটি টেলিকম সংস্থা রিচার্জএর মূল্য ২৫ থেকে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। জিও এর ব্যতিক্রম নয়। তবে প্রথম থেকে জিও রিচার্জ এর দাম অন্যান্য টেলিকম সংস্থার থেকে কিছুটা হলেও কম ছিল। যাইহোক আজ জিওর ৮৯৯টাকার প্রিপেইড রিচার্জ এর কথা আলোচনা করব।

প্রথমেই দেখে নিন জিওর স্বল্পমূল্যের রিচার্জের প্লান:
১.৭৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। বৈধতা থাকবে ২৩ দিন। ২. ৯১ টাকার প্রিপেইড রিচার্জের প্ল্যান। বৈধতা থাকবে ২৮ দিন।

৩. ১২৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। বৈধতা থাকবে ২৩ দিন। ৪. ১৫২ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। বৈধতা থাকবে ২৮ দিন।

৫. ১৮৬ টাকার প্রিপেইড রিচার্জের প্ল্যান। বৈধতা থাকবে ২৮ দিন।
৬. ২২২ টাকার প্রিপেইড রিচার্জের প্ল্যান। বৈধতা ২৮ দিনের জন্য।

এবার সম্প্রতি জিও ৮৯৯ টাকার রিচার্জের প্ল্যান নিয়ে এলো যারা জিও ফোন ব্যবহার করে তাদের জন্য। জেনে নিন এই প্ল্যানে কি কি পাওয়া যাবে?

এই প্ল্যানটির নাম দেওয়া থাকবে Jio Phone All In One. এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন থাকবে। এর জন্য মাসিক খরচ পড়বে মাত্র ৮১.৭২ টাকা। মোট ২৪ জিবি ডেটা পাবেন। অর্থাৎ ১ মাসের জন্য ২ জিবি করে ডেটা পাবেন। আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। প্রতি মাসে ৫০ টা করে এসএমএস পাবেন। তাছাড়াও বিনামূল্যে জিও টিভি, জিও সিনেমার, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাবেন।