Jio পোস্ট-পেইড ট্যারিফ প্ল্যানে সমস্যায় পড়তে পারে Airtel, VI! জানুন বিস্তারিত

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স Jio এমন একটি পোস্টপেইড মোবাইল ট্যারিফ বাজি তৈরি করেছে, যার প্রভাব পড়তে চলেছে টেলিকম অপারেটর Airtel এবং Vodafone Idea-র উপর। যার ফলে গ্রাহকরা আরও বেশি করে Jio-র দিকে আকৃষ্ট হতে চলেছে।
প্রি-পেইডের পর এবার পোস্ট-পেইড সেগমেন্টের উপর নিজেদের আধিপত্য বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স Jio। এই নতুন অফারে একটি পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে Jio, যার রিচার্জ মূল্য ৩৯৯ টাকা। তবে এখানে প্রতিটি আলাদা সংযোগের জন্য ৯৯ টাকা করে দিতে হবে। অর্থাৎ পরিবারের চার সদস্যের জন্য প্রতি মাসে ৬৯৯ টাকা রিচার্জ করতে হবে।
রিলায়েন্স জিওর নতুন পোস্টপেইড ট্যারিফ প্ল্যান তার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ৩০ শতাংশ কম। রিলায়েন্স জিওর এই পদক্ষেপের পরে, অন্যান্য টেলিকম অপারেটরদের উপর একই রকম প্ল্যান চালু করার চাপ বাড়তে পারে। অন্যথায় তাদের গ্রাহকরা ছিন্নভিন্ন হয়ে যেতে পারে।
জানিয়ে রাখি, রিলায়েন্স জিও প্রি-পেইড মোবাইল সেগমেন্টের সবচেয়ে বড় প্লেয়ার। এই কোম্পানির কাছে বেশি পরিমাণ রয়েছে প্রি-পেইড গ্রাহক। তবে অন্যান্য কোম্পানিগুলোর থেকে পোস্ট-পেইড ক্যাটাগরিতে অনেকটাই পিছিয়ে রয়েছে জিও। তাই এবার পোস্ট-পেইড মোবাইল ক্যাটাগরিতে ধামাকাদার প্ল্যান দিয়ে এগিয়ে যেতে পারে জিও।
সম্প্রতি ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল মোবাইলের শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছিলেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে মোবাইলের শুল্ক বাড়তে পারে। আসলে কোম্পানিগুলি 5G টেলিকম পরিষেবাতে প্রচুর বিনিয়োগ করেছে। আর মূলধন বিনিয়োগে ফেরতের জন্য কোম্পানিগুলো শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রতিযোগিতা বাড়তে চলেছে রিলায়েন্স জিও-র নতুন পোস্ট-পেইড প্ল্যান নিয়ে। এরপর শুল্ক বাড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।