Jio postpaid family plan: Jio প্লাসে একদম বিনামূল্যেই মিলবে পরিষেবা, ৩ টি অতিরিক্ত সংযোগ করতে পারবেন যুক্ত

সম্প্রতি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) তার পোস্ট পেড ফ্যামিলি প্ল্যান (post paid family plan) লঞ্চ করেছে। আর জিও- এর এই নতুন প্ল্যান্টির নাম হলো JIO PLUS। এই বিশেষ প্ল্যানটিতে কাস্টমাররা এক মাসের সার্ভিস ফ্রি পাবে। কিন্তু কানেকশনের জন্য প্রথমে কাস্টমারদের ৩৯৯ টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এই প্ল্যানে তিনটি এক্সট্রা কানেকশন যোগ করার বিকল্প রয়েছে। কিন্তু প্রতিটি এক্সট্রা কানেকশনের জন্য ৯৯টাকা করে পেমেন্ট করতে হবে প্রতি মাসে।

Reliance Jio

তবে JIO PLUS- এর ৪ টি কানেকশন নিলে একসাথে ৬৯৬ টাকা (৩৯৯+৯৯+৯৯+৯৯) পেমেন্ট করতে হবে। এছাড়া এই প্ল্যানের সাথে ৭৫ GB ডেটা পাওয়া যাবে। ৪ কানেকশনের এই প্ল্যানে সিমে প্রতি মাসে অ্যাভারেজ ১৭৪ টাকা খরচ হবে। এছাড়া জিও কিছু পার্সোনাল প্ল্যানও লঞ্চ করেছে। যেমন- ২৯৯ টাকা ৩০ GB ডেটা প্ল্যান ও আরেকটি আনলিমিটেড ডেটা প্ল্যানও রয়েছে। এই প্ল্যানের জন্য কাস্টমারদের ৫৯৯ টাকা দিতে হবে। বেশি ডেটা ব্যবহারকারী গ্রাহকরা ১০০GB মাসের প্ল্যানটি নিতে পারবেন। এর জন্য গ্রাহকদের প্রথম কানেকশনের জন্য ৬৯৯ টাকা এবং প্রতিটি এক্সট্রা কানেকশনের জন্য ৯৯ টাকা দিতে হবে। এই প্ল্যানে শুধুমাত্র ৩টি এক্সট্রা কানেকশন নেওয়া যেতে পারে।

পোস্ট পেড ফ্যমিলি প্ল্যানের লাভ:

১) Jio True 5G ওয়েলকাম অফারে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে
২) পুরো পরিবার বিনামূল্যে ডেটা ব্যবহার করতে পারবে অর্থাৎ শেয়ার করতে পারবে
৩) উপলব্ধ নম্বরগুলি থেকে আপনার পছন্দের নম্বরটি বেছে নিতে পারবেন।
৪) Netflix, Amazon, Jio TV এবং Jio Cinema-এর মতো OTT অ্যাপ পাওয়া যাবে
৫) বিদেশ ভ্রমণের সময় ইন-ফ্লাইট কানেকটিভিটি পাওয়া যাবে
৬) Jio Fiber, কর্পোরেট, অন্যান্য অপারেটরের পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য জিরো সিকিউরিটি ডিপোজিট।
৭) Axis, HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীদেরও সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না।
৮) একক ক্লিকে কেয়ার-স্পেশালিস্ট থেকে অগ্রাধিকার কল-ব্যাক পরিষেবা পাওয়া যাবে।

Jio plus Post paid recharge plan

Jio চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন যে Jio Plus চালু করার উদ্দেশ্য পোস্টপেইড ব্যবহারকারীদের নতুন সুবিধা এবং দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করা। এখনও পর্যন্ত ৩৩১ টি শহরে Jio-এর 5G পরিষেবা চালু হয়েছে। Jio বলেছে যে কোনো ব্যবহারকারী যদি এক মাস ফ্রি ট্রায়ালের পরেও পরিষেবাতে সন্তুষ্ট না হন তবে নিজের কানেকশন ক্যানসেল করতে পারেন। এক্ষেত্রে গ্রাহককে কোনো প্রশ্ন করা হবে না।