Jio-র দুর্দান্ত অফারে বাজিমাত ধারে পাশে নেই Airtel, Vi ! মাত্র ৬১ টাকাতে মিলবে…

Jio-র দুর্দান্ত অফারে বাজিমাত

ভারতের দুটি জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা হলো রিলাইয়েন্স জিও (Reliance Jio) ও ভারতী এয়ারটেল (Bharati Airtel)। কয়েক মাস আগে ভারতের কিছু কিছু শহরে দুটি সংস্থাই ৫জি নেটওয়ার্ক পরিষেবা শুরু করে দিয়েছে। ভারতের দুটি সংস্থার ভালো গ্রাহক রয়েছে এবং দুজনেই একে অপরের প্রতিযোগি। এবার এই দুটি সংস্থাই ৪জি বাজার আরো চাঙ্গা করতে এক নতুন রিচার্জ প্ল্যান (New Recharge Plan) নিয়ে আসলো। আজকের প্রতিবেদন থেকে জিও ও এয়ারটেলেই এই প্ল্যান সম্পর্কে জেনে নিন।

Mukesh Ambani

জিও-র নতুন প্ল্যানটি খুবই সস্তা (Low Cost)। যা পিছিয়ে দিয়েছে এয়ারটেলকে। এয়ারটেল ৬৫ টাকায় এই রিচার্জ প্ল্যান অফার করছে। তবে জিও এর থেকেও কম দামে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসায় প্রতিযোগিতা দারুণ বেড়েছে। এই প্ল্যান দুটির একটি বিশেষত্ব রয়েছে। যদি দৈনিক হিসাবে ডেটা (Data) শেষে হয়ে যায়। তবে এই প্ল্যান ব্যাবহার করে অতিরিক্ত ডেটা ব্যাবহার করতে পারবেন। দুটি সংস্থার দুটি নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

১) Airtel এর ৬৫ টাকার প্ল্যান

jio airtel vi

ভারতী এয়ারটেলের নতুন প্ল্যানটির দাম ৬৫ টাকা। তবে এই প্ল্যানে শুধুমাত্র ডেটা পাওয়া যাবে। আপনার এয়ারটেল নম্বরে অন্য কোনো রিচার্জ প্ল্যান থাকলে তার সঙ্গে যুক্ত হবে এই প্ল্যান। এর আলাদা করে বৈধতা নেই। ফোনে থাকা অন্য রিচার্জ প্ল্যানটির বৈধতার সমান হবে এটি। এই প্ল্যানে পাবেন ৪জিবি ডেটা এবং ডেটা শেষ হলে প্রতি এমবি পিছু ৫০ পয়সা কাটবে।

২) Jio’র ৬১ টাকার প্রিপেড প্ল্যান

jio mukesh

অন্যদিকে রিলাইয়েন্স জিও এয়ারটেলের থেকেও সস্তায় রিচাজের সুযোগ দিচ্ছে। এই প্ল্যানের দাম ৬১ টাকা। এতে গ্রাহকেরা ৬জিবি ডেটা পাবেন। এয়ারটেলের থেকে জিও এই প্ল্যানে ডেটা ২ জিবি বেশি পাওয়া যাবে। এই প্ল্যানও বিদ্যমান প্ল্যানের সঙ্গে যুক্ত হয়ে যাবে।