Jio, Airtel, Vi, BSNL এর গ্ৰাহকদের একদম জলে দরে খরচে ৩০ দিন চালু থাকবে সিম, প্ল্যান শুরু মাত্র ২৬ টাকা থেকে

Jio, Airtel, Vi, BSNL এর গ্ৰাহকদের একদম জলে দরে খরচে

িন দিন মোবাইলের রিচার্জ মূল্য আকাশ ছোঁয়া হচ্ছে। ফলে যারা কাজের সূত্রে দুটি করে সিম কার্ড ব্যবহার করেন তারা বেশি সমস্যায় পড়েছেন। রিচার্জ না করার ফলে কিছুদিন পরই বন্ধ হয়ে যাচ্ছে কার্ড। এমন পরিস্থিতিতে জিও (Relience Jio) থেকে শুরু করে এয়ারটেল (Airtel), ভিআই (Vodaphone-Idea) ও বিএসএনএলের (BSNL) এমন কিছু সস্তা রিচার্জ প্ল্যান (Low Cost Recharge Plan) সম্পর্কে জানাবো, যা আপনার সিমটিকে সক্রিয় রাখতে সাহার্য করবে। চলুন আজকের প্রতিবেদন থেকে এই সাশ্রয়ী মূল্যের প্ল্যান সম্পর্কে জেনে নিন।

১) Reliance Jio এর সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান

Jio

রিলাইয়েন্স জিও গ্রাহকদের জন্য ২৬ টাকা মূল্যে একটি রিচার্জ প্ল্যান অফার করছে। এটিই জিও সবচেয়ে সস্তা প্ল্যান। প্ল্যানটি ২৮দিন বৈধ থাকবে। এই টাকা দিয়ে আপনি ২৮ দিনের জন্য ২জিবি ডেটা পাবেন। তবে কোনো কলিং ও এসএমএসের সুবিধা পাবেন না। জিও-র আরেকটি প্ল্যান রয়েছে ৬২ টাকায়। এই প্ল্যানে পাবেন ৬জিবি ডেটা, যা ২৮ দিন বৈধ থাকবে।

২) Airtel -এর সস্তার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানটি পাবেন ৯৯ টাকায়। এই প্ল্যানটি ২৮দিন বৈধ থাকবে। এতে পাবেন ২০০ এমবি ডেটা ব্যবহারের সুবিধা। থাকছে ৯৯ টাকার টকটাইম। এয়ারটেলের আরেকটি সস্তা মূল্যের রিচার্জ প্ল্যান, যার মেয়াদ ৩ মাস। প্ল্যানটি পাবেন ৪৫৫ টাকা মূল্যে। এই প্ল্যানে পাবেন ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলি এবং ৯০০টি এসএমএস।

৩) Vodafone-Idea (VI) -এর কম দামি রিচার্জ প্ল্যান

দ্বিতীয় সিম কার্ডটি সক্রিয় রাখার জন্য ভিআই-এর সস্তা প্ল্যানগুলিও আপনি বেছে নিতে পারেন। যা শুরু হচ্ছে ৯৮ টাকা থেকে। প্ল্যানটি ১৫ দিন বৈধ। এই প্ল্যানের অধীনে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং ও ২০০ এমবি ডেটা ব্যবহারের সুবিধা। তবে কোনো এসএমএস পরিষেবা পাবেন না। এটি ছাড়াও ভিআই-এর আরেকটি প্ল্যান রয়েছে, যা ৯৯ টাকায় পাবেন। এটি ২৮ দিনের বৈধতা যুক্ত। এতে পাবেন ৯৯ টাকার টকটাইম ও ২০০ এমবি ডেটা।

৪) BSNL -এর সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান

recharge plans

দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। এই সংস্থার অধীনে রয়েছে সবচেয়ে সস্তা প্ল্যান। যা শুরু হচ্ছে ১০ টাকায়। এই প্ল্যানের বৈধতা খুব কম, এক বা দুই দিন। অন্যদিকে ৪৯ টাকার রয়েছে আরেকটি প্ল্যান। এটি ২০ দিন বৈধ থাকবে। এই প্ল্যানে পাবেন ১০০ মিনিট ভয়েস কলিং ও ২জিবি ডেটা। বিএসএনএলের অধীনে আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে ৮৭ টাকায়, যা ১৪ দিন বৈধ থাকবে। এই প্ল্যানে পাবেন ১জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং।