বড় ধাক্কা খেলেন গৌতম আদানি! আদানি গ্রুপের কর্ণধারকে পেছেন ফেলে ধনি ব্যক্তির তালিকায় এগিয়ে গেলেন জেফ বেজোস

প্রায় প্রতিদিনিই ওঠা নামা করতে থাকে বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ। আর এই পরিমাণের উপর বিচার করেই বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা নির্ধারণ করা হয়। রিপোর্ট বলছে, বর্তমান সময়ে আদানী গ্রুপের কর্ণধার গৌতম আদানিকে (gautam adani) পেছনে ফেলে এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন আমাজনের জেফ বেজোস (jeff bezos)।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স (bloomberg billionaires index) অনুসারে, সম্প্রতি সময়ে সম্পদ কিছুটা হলেও কমেছে গৌতম আদানির। ১ লা জানুয়ারি ২০২৩ থেকে তাঁর সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৬৮৩ মিলিয়ন ডলার। এখন মোট সম্পত্তি রয়েছে ১২০ বিলিয়ন ডলার। যার ফলে তিনি এই তালিকার তৃতীয় স্থান থেকে নেমে চতুর্থ স্থানে গিয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে ১৩.৮ বিলিয়ন ডলার যুক্ত হওয়ার পর জেফ বেজোস মোট ১২১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন।

img 20230126 213231

জানিয়ে রাখি, এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন, ফ্রান্সের বার্নার্ড আর্নাল্ট। ১৮৮ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকার প্রথম স্থানে রয়েছেন তিনি। ২০২৩ সালে ২৬ বিলিয়ন ডলার সম্পত্তি যুক্ত হয়েছে তাঁর। অন্যদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন টেসলার কর্ণধার এলন মাস্ক। ২০২২ সালে সম্পদের কিছুটা লস হওয়ার পর ২০২৩ সালে ৮.২১ বিলিয়ন ডলার সম্পত্তি যুক্ত হয়ে বর্তয়ানে ১৪৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক এলন মাস্ক।

img 20230126 213243

অন্যদিকে ৮৩.৯ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকার দ্বাদশতম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ৫৩.৭ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকার ২৪ তম স্থানে রয়েছেন মার্ক জুকারবার্গ।