ভাগ্নে ইউভান এর জন্মবার্ষিকীতে মামা জিৎ গাঙ্গুলী উপহার দিলেন নতুন গান, ভাইরাল ভিডিও

বাংলা চলচ্চিত্র জগতে অনেক সম্পর্কের কানাঘুষো কথা শোনা গেলেও সম্পর্কের নিরিখে বর্তমানে টলিউড ইন্ডাষ্ট্রিতে অন্যতম বহুল চর্চিত জনপ্রিয় জুটি যে রাজ-শুভশ্রীর জুটি সেটা বলার কোনও অবকাশ‌ই রাখে না একপ্রকার । তাঁদের সম্পর্কের রসায়ন শুরু থেকেই বেশ জমজমাটি। কিন্তু তাদের একরত্তি পুত্র ইউভান এর আগমনের পর থেকেই স্পট লাইট বাবা মায়ের চর্চা কেও একপ্রকার পিছনে ফেলে দিয়েছে বলা ভালো। মাঝে মধ্যেই রাজ এবং শুভশ্রী নিজেদের সোস্যাল মিডিয়া তে ছেলের সাথে কাটানো ছবি আপলোড করে থাকেন যা এক নিমেষেই ভাইরাল হয়ে যায় বলাই বাহুল্য। গুটি গুটি পায়ে গতকালকেই ইন্ডাস্ট্রির সেই হার্টথ্রব স্টারকিড একবছরে পা দিয়েছে।

গতকাল‌ই যা রাজ চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া তে এই খবরটা শেয়ার করেছিল। এহেন স্টারকিড এর জন্মদিনের ছবি আপলোড হতে হতেই গোটা সোস্যাল মিডিয়া জুড়ে লাইক শেয়ার কমেন্ট এর বন্যা বয়ে যায়। জন্মদিনের আগেই জগন্নাথ দর্শনে বাবা মায়ের সাথে পুরীর উদ্দেশ্যে র‌ওনা দিয়েছিল সে। পুরীর সমুদ্র সৈকতে তোলা ছবি সোস্যাল মিডিয়া তে শেয়ার করে সেই কথা জানিয়েছেন রাজ চক্রবর্তী। পরণে ডেনিম হাফ প্যান্ট সাথে নিওন রঙের টি-শার্ট।

ছেলেকে জড়িয়ে ধরে মা শুভশ্রী ও একটা ছবি শেয়ার করেছিলেন যার ক্যপশনে লেখা ‘শুভ জন্মদিন, এক বছর হল তুমি একটা মায়ের জন্ম দিয়েছ। নিঃশর্ত ভালোবাসা আমার প্রাণ তোমার জন্য’। বলাই বাহুল্য এই ছবির দৌলতে সোস্যাল মিডিয়া জুড়ে সারাদিন জন্মদিনের শুভেচ্ছা বয়ে যায়।

পিছিয়ে নেই সম্পর্কে মামা তথা জনপ্রিয় গায়ক এবং মিউজিক কম্পোজার জিৎ গাঙ্গুলীও। প্রথম দিনের পর থেকেই ছোট্ট ভাগ্নেকে যেন তিনি চোখে হারাচ্ছেন একপ্রকার। গতকাল ছিল সেই ভাগ্নের‌ই প্রথম জন্মদিন। প্রথম জন্মদিনেই ভাগ্নেকে সুরের উপহারে সাজিয়ে দিলেন। এদিন তার অন্যতম হিট গান ‘মুসকুরানে কি ওয়াজা তুম হো’ গানটি ভাগ্নের উদ্দেশ্যে গেয়ে একটি ভিডিও তুলেছেন,যা নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন স্বয়ং শুভশ্রী।

Related Articles

Back to top button