Video: জলে আরাম করছিলো কুমির, ২০ সেকেন্ডের মধ্যে ঘাড় ধরে উপরে নিয়ে এলো বাঘ

কুমির ও জগুয়ারের লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জঙ্গলে (Jungle) থাকা পশুপাখিদের (Animals) বেঁচে থাকার জন্য ও খাওয়ার জোগাড় করার জন্য প্রতিদিন সংগ্রাম করতে হয়। আমরা টিভিতে ন্যাশেনাল জিওগ্রাফি বা নেট জিও ওয়াইল্ড চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় (Social media) জঙ্গলে থাকা পশু পাখিরা কিভাবে প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে বা খাদ্য জোগাড় করে তার দৃশ্য তো আমরা দেখেই থাকি। ওয়াইল্ড লাইফের এই ধরণের ভিডিও গুলি ওড়ায় সোশ্যাল মিডিয়ায় (Social media)  ভাইরাল (Viral)হতে থাকে।

যেমন সম্প্রতি এরকমই একটি ৪২ ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral) হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ‘জলে একটি কুমির (crocodile) নির্ভয় ভাবে শান্ত পরিবেশে বিশ্রাম করছিল। কিন্তু হটাৎ পরিস্থিতি বদলে যায় ও শান্তির জায়গায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয় যখন হটাৎ করে একটু জাগুয়ার (Jagguar)ওখানে এসে উপস্থিত হয় এবং কুমিরের (crocodile) গলায় নিজের দাঁত বসিয়ে কুমিরটিকে টানতে টানতে ২০ সেকেন্ডের মধ্যে জল থেকে বাইরে নিয়ে যায়।

https://twitter.com/VahsiHayatlar/status/1250517903440515072?t=IjDCko9lWjK4iTcubf2fjA&s=19

তবে এই ক্লিপের প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল যে জগুয়ারটি (Jagguar)অনেক্ষন ধরে ঝাড়ের পিছনে লুকিয়ে কুমিরটিকে দেখছিল। তারপর হটাৎ সে কুমিরটির উপর আক্রমণ করে ও কুমিরের উপর লাফায় আর তার গলা ধরে টানতে টানতে জলের বাইরে নিয়ে যায়। তবে কুমিরটিও জগুয়ারের মুখ থেকে নিজের গলা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু জগুয়ারের শক্তির আগে কুমিরকে হার মেনে যেতে হয়। এই ভিডিওটি যদিও এখানেই শেষ কিন্তু এরপর তো বোঝাই যাচ্ছে যে জগুয়ারটি, কুমিরটির সঙ্গে কি করেছে। বোঝাই যাচ্ছে যে জাগুয়ারটির পেটে চলে গেছে কুমিরটির।

এই আশ্চর্যজনক ক্লিপটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। এটি টুইটারে @TheFigen অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা হয়েছে। আর এই ভিডিওয়ের ক্যাপশনে লেখা হয়েছে “ওএমজি, কী শক্তি!!” এই ভিডিওটিতে এখনও পর্যন্ত ২.৬ মিলিয়ন ভিউ, প্রায় ৫ হাজার রিটুইট এবং ২৭.৪ হাজারের বেশি লাইক পেয়েছে।

এছাড়া শত শত ব্যবহারকারী জাগুয়ারের শক্তি দেখে হতবাক হয়েগেছেন। একজন ইউজার এই ভিডিওতে কমেন্ট করে লিখেছেন- জঙ্গলের রাজা। অপর একজন লিখেছেন – জাগুয়ারের চোয়ালের শক্তি আশ্চর্যজনক। কেউ কেউ এই বিরল মুহূর্তটি ক্যাপচার করা ফটোগ্রাফারের প্রশংসা করেছে। আপনিও কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো এই ভিডিওটি।