পুরীর আদলেই তৈরি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের মন্দির, শীঘ্রই নির্মাণ কাজ শেষের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

পুরীর আদলেই তৈরি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের মন্দির

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী দীঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) পরিকল্পনা নিয়েছেন। এই মন্দির নির্মাণ করার জন্য খরচ পড়বে ১০০ কোটি টাকা। এই মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে ২০২৩ সালের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দীঘায় গিয়ে নিজের মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখবেন।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ কাজ দেখতে এসে তিনি বলেছেন পুরীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেছেন, ” আমাদের উদ্দেশ্য ভক্তদের সাহায্য করা। সমুদ্র তীরবর্তী কোন শহরে তীর্থ যাত্রায় গিয়ে জগন্নাথ দেবী মন্দিরের পূজা করুন। সাংস্কৃতির ঐতিহ্যকে প্রচার আমাদেরই করতে হবে। ”

দিঘাতে পুরীর মতন জগন্নাথ দেবের মন্দিরের মতোই তৈরি করা হচ্ছে। বছরের শেষেই এই মন্দির তৈরি সম্পূর্ণ হবে। এই মন্দিরের জন্য রাজস্থান থেকে লাল বেলে পাথর আনা হয়েছে। আগের বছরের মে মাস থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণের জন্য ১০০ কোটি টাকা খরচ করেছে।

Temple

তিনি নিজেও নির্মাণ কাজ বারবার দেখতে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় সমুদ্র সৈকতে মন্দিরটি বিস্তৃত ২০ একর জুড়ে। ভগবান জগন্নাথ , ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা মূর্তি উচুঁ থাকবে ৬৫ মিটার। মন্দিরটি তৈরি করছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পূর্ব মেদিনীপুর দলীয় কর্মীদের বুথ ভিত্তিক বৈঠকে ভাষণ দিতে এসেছিলেন। তিনি আসার আগে তিনি মন্দিরের নির্মাণ কাজ নিজে প্রত্যক্ষ করেন।

Mamata banerjee