নতুন মাইলফলক গড়ার লক্ষ্যে ভারত, একসাথে ৩৬টি স্যাটেলাইট করবে লঞ্চ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space research organisation) সম্প্রতি এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। 23 শে অক্টোবর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরোর (ISRO) ‘LVM-3’ ব্রিটিশ স্টার্ট আপ ওয়ান ওয়েবের (One Web) 36 টি উপগ্রহ উৎক্ষেপণ করবে। বিশ্ব ব্যাপী বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে এই ‘LVM-3’ হচ্ছে ভারতের প্রথম পদক্ষেপ।

img 20221017 185159

এটি আগে ‘GSLV Mk-3’ নামে পরিচিত ছিল। ইসরোর প্রতিবেদন অনুসারে ক্রায়োজেনিক ইকুইপমেন্ট বে সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। সমস্ত স্যাটেলাইটটিকে একটি ক্যাপসুলে রেখে রকেটে রাখা হচ্ছে এবং প্রজেক্টরে এখনও পরীক্ষণ-নিরীক্ষণ চলছে। চলতি মাসের শুরুতেই ইসরো জানিয়েছিল যে এই সংস্থা দুটি লঞ্চ পরিচালনা করছে- নিউজ স্পেস ইন্ডিয়ান লিমিটেড (NSIL) একটি পাবলিক সেক্টর সেন্ট্রাল এন্টারপ্রাইজ (CPSE) মহাকাশ বিভাগের অধীনে কাজ করে এবং মহাকাশ সংস্থার বাণিজ্যিক শাখা যুক্তরাজ্য ভিত্তিক নেটওয়ার্ক একসেস অ্যাসোসিয়েট এর সাথে।

যেটি একটি চুক্তিতে রূপান্তরিত হয়। এই চুক্তি অনুযায়ী ‘LVM-3’ রকেট এর মাধ্যমে ওয়ানওয়েবের লো অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল। এছাড়া ইসরো আরও জানিয়েছেন যে চাহিদার ভিত্তিতে NSILর মাধ্যমে ‘LVM-3’ হল প্রথম নিবেদিত বাণিজ্যিক উৎক্ষেপণ।এছাড়াও ভারতীয় মহাকাশ সংস্থা ISRO আরও জানিয়েছে যে “ওয়ান ওয়েবের সাথে এই চুক্তিটি NSIL এবং ISRO এর জন্য একটা মাইলফলক কারণ এর মাধ্যমে LVM-3 রকেট বিশ্ব বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে প্রবেশ করতে চলেছে”।

img 20221017 185044

 

LVM-3 হচ্ছে একটা লঞ্চ ভেইকেল যেটি তিনটি পর্যায় রয়েছে। যাতে দুটি সলিড মোটর স্টেপ অন, একটি লিকুইড প্রোপাল্যান্ট স্টেজ এবং একটি ক্রায়োজেনিক স্টেজ রয়েছে। এই এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে চার টন ওজন পর্যন্ত স্যাটেলাইট প্রজেক্ট করতে সক্ষম। ওয়ান ওয়েবের প্রধান বিনিয়োগকারী শেয়ারহোল্ডারের মধ্যে অন্যতম হলো ভারতের ভারতী এন্টারপ্রাইজেস।