একসময় ‘অমর সঙ্গীর’ মতো হিট সিনেমা দেওয়া অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত এর বর্তমান রূপ দেখে চেনা দায়, দেখুন ছবি

স্টার জলসার ধারাবাহিক টিভি-শো ‘ইস্মার্ট জোডি'(Ismart Jodi)-র দর্শকদের কাছে এবারের সপ্তাহের এপিসোডটি বেশ ‘ধামাকেদার’ হতে চলেছে। কারণ টলিউড সুপারস্টার জিৎ-সঞ্চালিত শো ‘ইস্মার্ট জোডি’তে বিশেষ অতিথি হিসাবে আসতে চলেছেন সর্বকালের সেরা জুটি -অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি( Prasenjit Chaterjee) এবং বিজেয়তা পন্ডিত (Vijayta Pandit)। প্রায় ৩৬ বছর পর, ‘অমর সঙ্গী’ (Amar Sangi) খ্যাত টলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটিকে আবারও বাংলা টিভির পর্দায় একসাথে দেখতে চলেছেন দর্শকরা। সেইসাথে প্রসেনজিৎ-বিজেয়তা তাদের সেই পুরানো ‘অমর সঙ্গীর’ কেমিস্ট্রি দিয়ে, দর্শকদের মন মাতাতে প্রস্তুত রয়েছেন।

Jeet to Ismart Jodi

জানিয়ে দিই, ভারতীয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বৃহত্তম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল ‘অমর সঙ্গী’। পরিচালক সুজিত গুহর পরিচালনায় তৈরী এই চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকা অভিনয় করছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিপরীতে ছিলেন অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত। যিনি একসময় ‘লাভ স্টোরি’র মতো ব্লকবাস্টার হিন্দি ছবি উপহার দিয়েছিলেন। সেইসঙ্গে ‘অমর সঙ্গী’ বাংলা চলচ্চিত্র জগতের একমাত্র ছবি ছিল যা একটানা ৭৫ সপ্তাহ ধরে সিনেমাহলে চলেছিল এবং এমন এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছিল যেটা আজ পর্যন্ত কোনো বাংলা ছবিই ভাঙতে পারেনি।

তবে ছবিটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল এই ছবির গানগুলোর জন্য। প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ী এই চলচ্চিত্রর গানগুলো রচনা করেছিলেন। একিসাথে অমরসঙ্গী ছবিতে কিশোর কুমার জীর গাওয়া “চিরদিনি তুমি যে আমার” গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল। যা আজও মানুষের মুখে মুখে ফেরে। অন্যদিকে এই চলচ্চিত্রের পরই প্রসেনজিতের ক্যারিয়ার রাতারাতি বদলে যায় এবং তিনি কিংবদন্তী অভিনেতার খেতাব পেয়ে যান। এছাড়া এই ছবির সুবাদেই প্রসেনজিতের কাছে বলিউড থেকে ‘ম‍্যাইনে প‍্যায়র কিয়া'(Maine Pyar kia)-ছবির অফার এসেছিল। যদিও তিনি না করে দেন। পরে এই ছবি দিয়েই সালমান খানের বলিউডে অভিষেক হয়।

Amarsanghi Movie

যাইহোক আপনাদের জানিয়ে রাখি, ‘ইস্মার্ট জোড়ির’  এই স্পেশাল পর্বটির নামও ‘অমর সঙ্গী’ রাখা হয়েছে। যেখানে বুম্বা দা তাঁর সুপারহিট মুভির আইকনিক মুহূর্তগুলিকে আবার তুলে ধরবেন ‘ইসমার্ট জুড়ি’মঞ্চে। তবে শুধু ‘অমর সঙ্গী’ নয় শোতে আরও একটি বড় চমক থাকছে। কারণ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee)  সঙ্গেই পারফর্ম করতে চলেছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। আর ঋতুপর্ণা-বুম্বাদার রিল লাইফের রসায়ন কম বেশি সকলেরই জানা রয়েছে। তো এককথায় বলা যায় ‘ইস্মার্ট জোডি’-এর আসন্ন পর্বগুলি, ভরপুর বিনোদন এবং নস্টালজিয়ার ছোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠতে চলেছে।