আপনার 4G স্মার্ট ফোনে 5G কাজ করবে কি! না জানলে পড়বেন অসুবিধায়

আপনার হ্যান্ডসেটটি কি 4G! তাহলে জেনে নিন 4G ফোনে 5G কাজ করবে কিনা?

সম্প্রতি, ভারতে 5G পরিষেবা চালু হয়েছে। এখন এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে হাইস্পিড ইন্টারনেটের সুবিধা নেওয়ার জন্য 4G স্মার্টফোন চলবে? নাকি নতুন 5G স্মার্টফোন (5G Smartphone) নিতে হবে। আজকের এই নিবন্ধে আমরা আপনাকে বিস্তারিত জানাবো।

হ্যাঁ, ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পর 4G স্মার্টফোন ব্যবহারকারীদের চিন্তা বেড়েছে। 4G হ্যান্ডসেটে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে কিনা। যাইহোক, আমরা আপনাকে বলি এখন অনেক ব্যবহারকারীর 5G স্মার্টফোনেও 5G নেটওয়ার্ক (5G Spektram) আসছে না।

5G smartphone সম্প্রতি, ভারতের দিল্লি, মুম্বাই, বারাণসী ও কলকাতার এই ৪ টি প্রধান শহরে আপাতত লঞ্চ করা হয়েছে। এখন যদি 4G স্মার্টফোনে 5G সুবিধা না পাওয়া যায় তাহলে এমন পরিস্থিতিতে 5G স্মার্টফোন কিনতে হবে।

4G ফোনে 5G চলবে কিনা?

আমরা আপনাকে বলি, যদি আপনার কাছে 4G ফোন থাকে তাহলে 5G ফোনটি অকেজো হবে না। ফাইভ-জি নেটওয়ার্ক আসার পরেও আপনি ফোর-জি ফোনেও ব্যবহার করতে পারবেন। তবে এতে 5g গতি অর্থাৎ হাই স্পিড ইন্টারনেট পাবেন না বরং আরও ভালো নেটওয়ার্ক ও সংযোগ সুবিধা নিতে সক্ষম হবেন। তবে এখন আপনি যদি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন অবশ্যই 5G মাথায় রেখে কিনুন। তাহলে ফোনটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

5G spectrum

সবাই 5G পরিষেবা কবে পাবে?

ভারতে আপাতত ৪ টি শহরে 5G পরিষেবা চালু করা হয়েছে তাও পূর্ণাঙ্গ নয়। ব্যবহারকারীরা সব জায়গায় সমানভাবে হাইস্পিড ইন্টারনেট পাচ্ছে না। তবে টেলিকম সংস্থাগুলি এর দ্রুত সম্প্রসারণ করবে। এদিকে, রিল্যান্স-জিও (Reliance Jio) জানিয়েছেন, আগামী বছরেই সারাদেশে এর পূর্ণাঙ্গ রূপ নেবে। অন্যেদিকে, এয়ারটেল (Airtel 5G) সংস্থা জানিয়েছে খুব শীঘ্রই সারাদেশে পরিষেবা আনতে চলেছে।