IRCTC এই দুর্দান্ত ট্যুর প্যাকেজে বাজিমাত, আজই উপভোগ করুন কাশ্মীরের সুন্দর উপত্যকার আনন্দ

IRCTC এই দুর্দান্ত ট্যুর প্যাকেজে

আইআরসিটিসি(IRCTC) ভ্রমণপিপাসু মানুষদের জন্য নিয়ে আসলো দারুণ প্যাকেজ( Tour Package)। ভ্রমণপিপাসু মানুষ ঘুরতে খুব পছন্দ করেন। কাজের ফাঁকেই অনেকে ভ্রমণে বেরিয়ে পড়েন। আর ভ্রমণের কথা বললেই একটি নাম উঠে আসে, সেটা কাশ্মীর। অনেকেই চান একবার কাশ্মীর ঘুরে আসতে। প্রসঙ্গত কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়। এই কাশ্মীরে ভ্রমণের ( Kashmir Tour) জন্য এবার আইআরসিটিসি নিয়ে এলো দারুণ প্যাকেজ। যদি আপনি এই স্থানে ভ্রমণ করার পরিকল্পনা করেন তবে এই প্যাকেজটি আপনি নিতে পারেন। চলুন এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Kashmir

আইআরসিটিসি পর্যটনের প্রচারের জন্য বেশ কিছু রাজ্যে এর আগেও অনেক ট্যুর প্যাকেজ এনেছিল। এবার কাশ্মীর ভ্রমণের জন্য এক দুর্দান্ত প্যাকেজ নিয়ে আসলো ভারতীয় রেলওয়ের এই শাখা। এই ট্যুরটি বিমানে সম্পন্ন হবে। এই প্যাকেজটির নাম দেওয়া হয়েছে কাশ্মীর – হেভেন অন আর্থ এক্স ভুবনেশ্বর। যদি আপনি এই প্যাকেজটি বুক করেন তবে আপনি জম্মু ও কাশ্মীরের সুন্দর উপত্যকাগুলি দেখার সুযোগ পাবেন। যদি আপনি এটা বুক করতে চান, তবে আপনাকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) কিংবা বুকিং কাউন্টার থেকে বুক করতে পারবেন। irctctourism.com ওয়েবসাইটে গিয়ে আপনি যে সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।

এই ট্যুরটি ৩রা নভেম্বর থেকে শুরু হবে। প্যাকেজটি ৫ রাত ও ৬ দিনের জন্য করা হয়েছে। ৩ তারিখ সকাল ৭.৫৫ মিনিটে ভুবনেশ্বর বিমানবন্দর (Bhubaneswar Airport) কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। ট্যুরের প্রথম ও দ্বিতীয় দিনে শ্রীনগর ঘুরে দেখানো হবে। এরপর তিন দিনে শ্রীনগর থেকে গুলমার্গে নিয়ে যাওয়া হবে। ওই দিন সন্ধ্যায় আবার শ্রীনগরে ফিরিয়ে আনা হবে। চতুর্থ দিন আপনাকে পহেলগাম পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। এই ভ্রমণে আপনাকে সোনমার্গ পরিদর্শনেরও সুযোগ করে দেওয়া হবে।

Express

কাশ্মীর – হেভেন অন আর্থ এক্স ভুবনেশ্বর প্যাকেজটির মধ্যে রয়েছে যাতায়াতের ভাড়া, হোটেলে থাকা এবং একদিনের হাউস বোট থাকার ব্যবস্থা। ভ্রমনকালীন এই সব পরিষেবা দেবে আইআরসিটিসি। এরসাথে সকালের জলখাবার ও রাতের খাবারও দেওয়া হবে। এছাড়া এই প্যাকেজে ভ্রমণ বীমাও যুক্ত থাকবে। আপনি যদি এটি বুক করতে চান তবে ৪০,৮৬৫ টাকা খরচ (Package Price) করতে হবে। এক সঙ্গে দুইজন যেতে চাইলে মাথা পিছু খরচ পড়বে ৩২,৮৯০ টাকা। অন্যদিকে এক সঙ্গে তিনজন যেতে চাইলে মাথাপিছু খরচ হবে ২৯,২৪৫ টাকা।

img 20221028 193341