IPL এর পর এবার কী ইপিএল? লিভারপুল কিনতে আগ্রহী মুকেশ আম্বানি

লিভারপুল কিনতে আগ্রহী মুকেশ আম্বানি

ভারতের অন্যতম শিল্পপতি ও বিশ্বের অষ্টম ধনী ব্যাক্তি হলেন শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। গৌতম আদানির সঙ্গে পাল্লা দিয়ে মুকেশ আম্বানিও নিজের সম্পত্তি বাড়িয়ে চলেছে। পাশাপাশি ব্যাবসারও বেশ সম্প্রসারণ করছেন তিনি। এবার তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব লিভারপুল (Liverpool FC) কিনতে চলেছেন। ইংল্যান্ডের এক সংবাদ মাধ্যমে এমনই এক তথ্য উঠে এসেছে। চলুন আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।

'ambani

ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য মিরর’ (The Mirror)-এ একটি খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হচ্ছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি লিভারপুল ক্লাব কেনার জন্য আগ্রহ দেখাচ্ছেন। ফুটবল প্রেমীরা জানেন লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premium League) অন্যতম সেরা ক্লাব। এবার সেই ক্লাব ভারতের এই কোটিপতি ব্যাবসায়ীর হাতে আসতে চলেছে। বর্তমানে আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (Fenway Sports Group) মালিকানায় রয়েছে এই ক্লাব। ফেনওয়ে স্পোর্টস গ্রুপ এই ক্লাবটি বিক্রি করে দিতে চাইছে। কেননা ক্লাব চালানোর খরচ এবং লাভের অঙ্কে তারা সন্তুষ্ট নয়। জানা যাচ্ছে, লিভারপুল ক্লাব ৪ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ টাকায় বিক্রি করা হবে।

প্রসঙ্গত, মুকেশ আম্বানির ক্লাব কেনার আগ্রহ এটাই প্রথম নয়। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (IPl Mumbai Indian’s) দলের মালিক। তাঁর মোট সম্পত্তির পরিমান ৯৪ বিলিয়ন পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি টাকা। এই বিশাল সম্পত্তি নিয়ে ফোর্বসের তৈরি করা ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। ফলে লিভারপুল কিনতে কোনো অসুবিধা হবে না আম্বানির। এই ক্লাবটি কিনতে মুকেশ আম্বানির সম্পত্তি থেকে যে অর্থ ব্যয় হবে, তা তাঁর সাপেক্ষে খুবই সামান্য অর্থ।

Football

শুধু মুকেশ আম্বানি নয় লিভারপুল ক্লাব কেনার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ধনকুবেররাও লাইন দিয়েছেন। তবে এদিক থেকে এগিয়ে রয়েছেন মুকেশ আম্বানি। তিনি ইতিমধ্যেই লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন। তথ্য সূত্রে জানা যাচ্ছে, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম সেরা ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের জনা দু’য়েক তেল ব্যবসায়ী এবং এক মার্কিন ধনকুবের।