Indian Premier League: হেরেও পেয়েছেন কোটি কোটি টাকা! জানুন IPL শেষে কোন খেলোয়ার কত টাকা পেলেন পুরস্কার

অনেকেরই মত যে ২০২৩ (2023)সালের IPL টুর্নামেন্টটি (Indian premier league cricket tournament)গত ১৫ বছরের IPL টুর্নামেন্ট গুলির ইতিহাসে সবচেয়ে সেরা। দুর্দান্ত বিনোদন দিয়েছে এই বছরের ১৬তম IPL টুর্নামেন্ট। সদ্য অর্থাৎ গত সোমবার সম্পতি ঘটেছে এই ক্রিকেট টুর্নামেন্টের। আর বিজেতা হয়েছে “চেন্নাই সুপার কিং”। এইবারে IPL- এ দেখার মতো যে বিষয় ছিল সেটা হলো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগের বিস্ফোরণ, একটা দলের পরপর দু’বার ফাইনালে ওঠা, যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভার বিচ্ছুরণ, রিঙ্কু সিংয়ের ছয় ছক্কার বিনোদন, বিরাটের দুরন্ত ফর্ম, মোহিত শর্মা নামক এক হারিয়ে যাওয়া তারার খোঁজ, সাই সুদর্শন, তিলক ভার্মা, মাথিশা পাথিরানা, আকাশ মাধওয়ালদের মতো তরুণদের উত্থান এবং দেশকে শুভমন গিলের মতো সুপারস্টার উপহার দেওয়া।এছাড়া এবারের IPL এর ফাইনাল ছিল সবচেয়ে অভিনব। কারণ সাড়ে তিন ঘন্টার ম্যাচ ৩ দিন পর্যন্ত গড়িয়েছে এই প্রথমবার। বৃষ্টি বাদলায় বিঘ্নিত ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলের থ্রিলারে। এছাড়া IPL শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত ছিল বিনোদনের পাশাপাশি বিতর্কে ভরা।

IPL teams

দুইমাস ধরে এই IPL খেলা চলার পর শেষে যখন পুরষ্কার বিতরণের পালা এলো তখন এবারের আইপিএল উজাড় করে খেলোয়াড়দের পুরষ্কার দিয়েছে। মোট ৪৬.৫০ কোটি টাকার পুরস্কার। বলা হচ্ছে এবারের বিজেতা টিম অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিং যারা পঞ্চমবার IPL জয়ী হলো তাদের দল ২০ কোটি টাকা পুরষ্কার পেয়েছে। আর রানার্স টিম গুজরাট টাইটান্স পেয়েছে ১২.৫ কোটি টাকার চেক। এছাড়া হেরে যাওয়া টিমের পাশাপশি আরো অনেক টিমের খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অনেক টাকার পুরষ্কার পেয়েছে। আসুন দেখেনি পুরস্কারের তালিকা (list of award give to players at the end of match)।

IPL trophy

১. শুভমন গিল (৮৯০ রান): অরেঞ্জ ক্যাপ : ১০ লাখ টাকা।

২. মহম্মদ সামি : (২৮ উইকেট) : পার্পল ক্যাপ : ১০ লাখ টাকা।

৩. ফেয়ার প্লে অব দ্য সিজন : দিল্লি ক্যাপিটালস (শুধু ট্রফি)।

৪. রশিদ খান : ক্যাচ অব দ্য সিজন : ১০ লাখ টাকা।

৫. ফাফ ডুপ্লেসি : টুর্নামেন্টের দীর্ঘ ছয় (১১৫মিটার) : ১০ লাখ টাকা।

৬. শুভমন গিল : সবচেয়ে বেশি চার (৮৪) : ১০ লাখ টাকা।

Indian premier league cricket tournament

৭. শুভমন গিল : মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন : ১০ লাখ টাকা।

৮. শুভমন গিল : গেমচেঞ্জার অব দ্য সিজন : ১০ লাখ টাকা।

৯. গ্লেন ম্যাক্সওয়েল : সুপার স্ট্রাইকার অব দ্য সিজন : ১০ লাখ টাকা।

১০. যশস্বী জয়সওয়াল : ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার : ১০ লাখ টাকা।

১১. সেরা ভেনু : ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ইডেন গার্ডেন্স : ৫০ লাখ টাকা।