টাটা গ্রুপের এই শেয়ারে মাত্র ১ লাখ টাকা বিনিয়োগে মিলেছে ৫ কোটি টাকা

বিনোয়গ করার কথা ভাবছেন। কোথায় করবেন ঠিক বুঝতে পারছেন না। কারণ বাজারে আজকাল বিনয়োগ করার হাজারটা অপশন থাকলেও কোনটা আসল কোনটা নকল, সেটা বোঝা সহজসাধ্য নয়। বাজারে প্রতারণাকারী সংখ্যাও বাড়ছে। তাই বিনিয়োগ করার ঠিকঠাক জায়গা না পেলে লোকসানের মুখে পড়তে তো হবেই। অনেকে জমানো টাকা বিনয়োগ করতে গিয়ে ক্ষতির মুখোমুখি হয়।

টাকা বিনিয়োগ করার সবথেকে ভালো জায়গা হল শেয়ারবাজার। এরপরে হলো, টাটা গ্রুপের কোন সংস্থায় আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। টাটা গ্রুপ সংস্থাও বিশ্বাসযোগ্য ইনভেস্টমেন্টের জায়গা। এই সংস্থায় শেয়ার আপনি কিনলে আপনার খুব ভালো রিটার্ন মিলবে। টাটা গ্রুপের একটি শেয়ারের নাম হল টাটা এলেক্সি।

আপনি ২১ বছর বিনিয়োগ করলে আপনার রিটার্ন মিলবে প্রায় ৫০ শতাংশ বেশি। টাটা এলেক্সির প্রথম শেয়ারের দাম ছিল ১৭.৫৫ টাকা, ২০০১ সালের ২১ শে সেপ্টেম্বর। সেটি যত দিন গিয়েছে তত দাম বেড়েছে। এই সোমবার অর্থাৎ জুন মাসের ৬ তারিখ সেটি বেড়ে গিয়ে হয়েছে ৮,৬৮০ টাকা। ২০১৭ সালে শেয়ারের দাম ছিল ৭৭০ টাকা।

২০০১ সালে ২১ শে সেপ্টেম্বর কোন ব্যাক্তি টাটা গ্রুপের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে রিটার্ন পাবে ৪.৯৫ কোটি টাকা। ২০১৭ সালে ৯ জুন কোন ব্যাক্তি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে সে ৫ বছরে রিটার্ন পাবে ১১ লক্ষ টাকা। ৫ বছরে বিনিয়োগকারীদের রিটার্ন মিলেছে প্রায় ১০৩০ শতাংশ।