এই ৩ টি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে মিলবে ৭.১০ শতাংশ হারে সুদ! সঙ্গে মিলবে কর ছাড়ের সুবিধাও

বর্তমানে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। সেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক বা অন্য কোনো জিনিসই হোক। এখন সবার লক্ষ্য হলো কীভাবে তাদের রোজগারকে ( earning ) আরো বাড়ানো যেতে পারে। তাছাড়াও তাদের সঞ্চয়ও ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই সঞ্চয় করার উপায় হিসেবে কম বেশি সবার প্রথম পছন্দ হলো ফিক্স ডিপোজিট (Fixed Deposit).

ফিক্স ডিপোজিটে কোন ঝুঁকি থাকে না এবং খুব সহজভাবেই টাকা সঞ্চয় করা যায় এখানে। আপনারা হয়তো অনেকেই জানেন না কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ফিক্স ডিপোজিটের সুদের পরিমাণ আগে যা পাওয়া যেত তা এখন বেশি পরিমাণে পাওয়া যাবে। আয়কর আইনে ৮০ (C) ধারাতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আসুন দেখে নিন কোন কোন ব্যাঙ্কে কতো রেপো রেট বাড়িয়েছে।

img 20220618 170715

১) ডিসিবি ব্যাঙ্ক ( DCB Bank ) – এই ব্যাংকের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এই বছরের ২১ শে মে তারিখ থেকে বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিক যেহেতু বেশি পায়, তাই তাঁদের ক্ষেত্রে সুদ পাবেন ৭.১ শতাংশ। সাধারণ গ্রাহকরা সুদ পাবেন ৬.৬ শতাংশ। এই ব্যাঙ্কে উপলব্ধ রয়েছে ট্যাক্স সেভিংস ডিপোজিট।

২) ইয়েস ব্যাঙ্ক (Yes Bank ) – এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৭ শতাংশ। সাধারণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৬.৬ শতাংশ। ট্যাক্স সেভিংস ফিক্স ডিপোজিটের ওপর দেওয়া হচ্ছে।

Money

৩. আরবিএল ব্যাঙ্ক (RBL Bank) – অন্য দুটি ব্যাঙ্কের তুলনায় এই ব্যাঙ্কের সুদের পরিমাণ একটু কম। প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৬.৮ শতাংশ। সাধারণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৬.৩ শতাংশ।