রচনা নাকি সুদীপা, এবার কার দিন হতে চলেছে শেষ? জি বাংলার পর্দায় শীঘ্রই নতুন শো নিয়ে আসছেন ইন্দ্রানী হালদার

বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই শো। বর্তমান সময়ে দিদিদের নিয়ে দেখানো এই শো প্রতিটি ঘরে ঘরেই সুপারহিট। তবে কি এবার জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর 1’ (Didi Number One) কি বন্ধ হতে চলেছে? নাকি বন্ধ হতে চলেছে দীর্ঘ ১৭ বছর ধরে চলতে থাকা জি বাংলার অন্যতম জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’ (Rannaghor)?
সম্প্রতি সময়ে মহিলাদের কাছে সর্বাপেক্ষা জনপ্রিয় রিয়্যালিটি গেম শো হল ‘দিদি নম্বর 1’ (Didi Number One)। বিকেল ৫ টা বাজতে না বাজতেই টিভির সামনে বসে পড়েন মহিলারা। আট থেকে আশি সকলেই একবার না একবার হলেও এই শোতে অংশগ্রহণ করতে চান। শুধুমাত্র এই রাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও প্রচুর সংখ্যক মহিলারা এসেছেন এই শোতে। এখানে এসে নিজেদের জীবনের নানা ওঠা পড়ার গল্প শেয়ার করে নেন শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সঙ্গে।
একদিকে এই শো যেমন প্রতিটি ঘরে ঘরে হিট, তেমনই সঞ্চালিকা রচনা ব্যানার্জীও (Rachana Banerjee) সমানভাবে জনপ্রিয় দর্শকমহলে। এই শোয়ে সঞ্চালিকার আসনে রচনা ব্যানার্জী ছাড়া আর অন্য কাউকে দেখতেও রাজী নন দর্শকরা। একদিকে যেমন এই শো জনপ্রিয়, তেমনই অন্যদিকে সুদীপার সঞ্চালনায় ‘রান্নাঘর’ শো’টিও সমান জনপ্রিয়। তবে কি এবার এই দুই শোয়ের মধ্যে একটি বন্ধ হতে চলেছে?
কিছুদিন ধরেই জি বাংলার পর্দায় এক নতুন রিয়্যালিটি গেম শোয়ের প্রোমো দেখানো হচ্ছে। যেখানে সঞ্চালিকার আসনে দেখা যাচ্ছে অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে (Indrani Haldar)। ঘরে ঘরে গিয়ে গিন্নিদের সঙ্গে হতে চলা ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla) এই শো’কে অনেকে আবার ‘রোজগেরে গিন্নি’র সঙ্গেও তুলনা করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নতুন এই শো ঠিক কখন দেখানো হবে?
পুজোর আগে থেকেই দেখাতে থাকা এই শোয়ের এক নতুন প্রোমো নিয়েই সংশয় তৈরি হয়েছে দর্শকদের মনে। যেখানে দেখানো হয়েছে সোম থেকে শনি দেখানো হবে এই নতুন রিয়্যালিটি শো। আর তারপর থেকেই দর্শকমহলে প্রশ্ন জেগেছে, তবে কি এবার শেষ হয়ে যাবে ‘দিদি নম্বর 1’? নাকি বন্ধ হয়ে যাবে ‘রান্নাঘর’ (Rannaghor)?