এই না হল বিয়ে! ৩৫ হাজার ফুট উঁচুতে ফ্লাইটে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছে বউ‌ আনতে

আজকাল এই বিশ্বে সোশ্যাল মিডিয়ায় (Social media) সাথে জুড়ে নেই এরকম মানুষ নেই বললেই চলে। আমরা সোশ্যাল মিডিয়াকে আজকাল বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। যেমন কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসার কাজের জন্য, জিনিস কেনা-বেচার, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েক করে উপার্জন করে আবার কেউ কেউ শুধু এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা লোকেদের সংখ্যাই একটু বেশি।

সোশ্যাল মিডিয়ায় আমরা রোজই অনেক ধরনের ফটো, ভিডিও ও খবর দেখতে পাই। এই সব ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও বা খবর এমন থাকে যা দেখার পর আমরা অবাক হয়ে যাই বা এমন কিছু দেখতে পাই তা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় বা এমন কিছু দেখি যা আমাদের মনকে খুশি করে তোলে ও এমনও কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যা আমাদের উৎসাহ বা প্রেরণা দেয়। এছাড়া অনেক শিক্ষামূলক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দারুন বরযাত্রীর নাচের ভিডিও ভাইরাল (Viral video) হচ্ছে। আসুন এই এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর বিষয় বিস্তারিত জেনেনি।

https://dainik-b.in/aELJ9rR9azb

দিল্লি থেকে কাতার যাওয়া ইন্ডিগো ফ্লাইটে (IndiGo flight)  বরযাত্রীদের নাচের ভিডিও ভাইরাল (groom family Dance video viral) হচ্ছে। ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত ফ্লাইটে হরিয়ানভি শিল্পী স্বপ্না চৌধুরী-তেরি আঁখো কা ইয়ো কাজল… গানে বরযাত্রীদের প্রচণ্ড নাচতে দেখা যাচ্ছে। এই পুরো ফ্লাইটটি বুক করা হয়েছিল শুধু বরযাত্রীদের জন্য।ইনস্টাগ্রামে এই নাচের ভিডিও শেয়ার করেছেন অ্যাঙ্কর জয় কারমানি। এর ক্যাপশনে লেখা হয়েছে যে- ৩৭ হাজার ফুট উচ্চতায় বাতাসে চলছে স্বপ্না চৌধুরীর গান।

ভিডিওতে জয় কারমানিকে নাচতে থাকা বরযাত্রীদের পিছনে স্পিকার ধরে থাকতে দেখা যাচ্ছে। ফ্লাইটে নাচের মাধ্যমে অতিথিরা আকাশেই বিয়ের পরিবেশ তৈরি করে দিয়েছে। এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। একজন ইউজার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন – ফ্লাইটের ভেতরে এরকম লাফা-ঝাপি করা সুরক্ষিত নয়, এটি খুব রিস্কি। অন্যজন লিখেছেন- উড়ন্ত ফ্লাইটে এমন করার অনুমতি এরা পেল কি করে? এটি খুব বিপদজনক। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্ডিগো এয়ারলাইন্স বা DGCA এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।