Indian Railways: ট্রেনের ফ্যান কখনো হয় না চুরি, পেছনে রয়েছে দুর্দান্ত কারণ

ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের (Train) কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

indian railways train rule

ভারতীয় রেল (Indian railways)বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে। এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। তবে রেল ভারতের যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ন অংশ হলেও আমরা অনেকেই ভারতীয় রেলওয়ে সম্পর্কে অনেক তথ্য ও বিষয় জানিনা। তাই আজ আমরা ভারতীয় রেলওয়ের ট্রেনের বিষয় কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

আপনি নিশ্চই শুনেই থাকবেন যে একটা সময় অত্যধিক মাত্রায় ট্রেনে চুরির ঘটনা ঘটতো। এখনো যদিও ঘটে কিন্তু তুলনামূলকভাবে কম। বিশেষ করে আগেরকার সময় ট্রেন থেজে বাল্ব, পাখা ইত্যাদি চুরি হওয়ার ঘটনা খুব সাধারণ বিষয় ছিল। বিশেষ করে পাখা চুরি হওয়ার ঘটনা। এরপর এর থেকে বাঁচার জন্য রেলওয়ে এমন পদক্ষেপ বা টেকনিকের ব্যবহার করেছে যে এখন চাইলেই কেউ ট্রেনের পাখা চুরি করতে পারে না। যদি আপনি টেকনিকটা কী সেটা না জেনে থাকেন তবে আসুন রেলওয়ের ফ্যান চুরির থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত টেকনিকের বিষয় জেনেনি।

পাখা চুরির হাত থেকে বাঁচাতে ট্রেন তার পাখা তৈরির ডিজাইন সম্পূর্ণ পরিবর্তিত করে দিল। অর্থাৎ রেল ট্রেনে লাগানোর জন্য এমন ডিজাইনের পাখা তৈরি করতে লাগলো যেগুলি ট্রেনের কোচ ছাড়া অন্য কোথাও চলবে না। তাই এই পাখা গুলি ট্রেন থেকে খুলে ফেলার পর আবর্জনা ছাড়া আর কিছু নয়। জানিয়ে দি যে বাড়িতে দুই ধরনের বিদ্যুৎ ব্যবহার করা হয়। প্রথমটি হল অল্টারনেট কারেন্ট (AC) এবং দ্বিতীয়টি হল ডাইরেক্ট কারেন্ট (DC)।

img 20221113 201522

যদি ঘরে এসি বিদ্যুৎ ব্যবহার করা হয় তবে তা সর্বোচ্চ ২২০ ভোল্ট হয়। অন্যদিকে, যদি ডিসি ব্যবহার করা হয় তবে এর শক্তি ৫,১২ বা ২৪ ভোল্ট হয়। আর ট্রেনে ইনস্টল করা ফ্যানগুলি ১১০ ভোল্টে কাজ করে ও এটায় ডিসি ব্যবহৃত হয়। তাই যদি কেউ এই ট্রেনের ফ্যান চুরি করে তার কোনো লাভ হবে না কারণ এটি ব্যবহার করা যাবে না। বাড়িতে ব্যবহৃত ডায়রেক্ট বিদ্যুৎ ৫,১২ বা ২৪ ভোল্টের বেশি হয় না। তাই কেউ তাদের বাড়িতে এখনের ট্রেনে ব্যবহৃত ফ্যান গুলি ব্যবহার করতে পারবে না। তাই এই ফ্যান চুরি করা মানুষের জন্য ট্রেনের ফ্যানগুলো কল্যাণকর নয়।