ট্রেনের জানালার সিটে বসার অধিকার কার? জানুন কী জানাচ্ছে রেল …

ভারতীয় রেলওয়ে (Indian railways)ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Indian railways

 

ভারতীয় রেল (Indian railways) বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে।

Indian railways train

এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর
বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। তবে ভারতীয় রেলের অনেক ধরনের নিয়ম রয়েছে যা সমন্ধে মানুষ সঠিক ভাবে জানে না বা খোঁজ রাখে না ফলে মানুষকে যাত্রার সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। আজ আমরা এই আর্টিকেলে ভারতীয় রেলের একটি নতুন নিয়মের বিষয় জানাবো এবং এই নিয়মের বিষয় যদি আপনাদের জ্ঞান না থাকে আপনাদের অবশ্যই অসুবিধার সম্মুখীন হতে হবে। আসুন জেনেনি কি এই নতুন নিয়ম।

Indian railways train berth

দূরপাল্লার ট্রেনে লোয়ার, মিডল ও আপার বার্থ ঠিক করা হয় নম্বর অনুসারে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে ৩টি বার্থের মধ্যে কোন বার্থের প্যাসেঞ্জারের জানলার ধারে বসার অধিকার থাকে? সাধারণত শুধু চেয়ার কারে শুধু জানলার সিট বরাদ্দ থাকে কিন্তু এসি কোচ বা স্লিপার কোচে জানালার ধারে কে বসতে পারে সেই বিষয় কোনো আপডেট দেওয়া থাকে না। স্লিপার কোচে একটি জানালার সিট থাকে ও ৩ টি বার্থ থাকে। জানাতে সিটটা নিচের বার্থের লোকই সাধারণত বেশি উপভোগ করতে পারে কারণ জানালাটি নিচের বার্থের পাশে থাকে। তবে জানিয়ে দি যে খুব কম সংখ্যক মানুষ জানে যে স্লিপার বা এসি কোচে জানালারর পাশে বসার জন্য ও মিডিল বার্থের প্যাসেঞ্জারের জন্য বিশেষ আইন রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ খুব একটা আইন না মেনে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয় এবং সেই অনুযায়ী বসে।

Indian railways train berth

তবে আইন অনুযায়ী লোয়ার সিটের প্যাসেঞ্জারদেরই জানলার ধারে বসার অধিকার থাকে। এছাড়া রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে লোয়ার সিটের যাত্রী নীচের সিটে ঘুমাতে পারেন। এই সময়ের মধ্যে TTE চাইলেও প্যাসেঞ্জারকে বিরক্ত করতে পারে না। এই সময়ের মধ্যে মিডল বার্থ ও উপরের বার্থের যাত্রীদেরকে নিজেদের বার্থেই থাকতে হবে। মিডল বার্থে থাকা যাত্রীর জন্য রেলের বেশ কিছু নিয়ম রয়েছে। এছাড়া মিডল বার্থের যাত্রীদের জন্যও কিছু বিশেষ আইন রয়েছে। মিডিল বার্থের যাত্রীরা যেকোনো সময় চাইলে মিডল বার্থ খুলে রাখতে পারেন না। শুধুমাত্র রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মিডল বার্থ খোলা থাকতে পারে। দিনের বেলা মিডল বার্থের যাত্রী জোর করে বার্থ খুললে TTE তাঁকে বাধা দিতে পারে।