বড়োসড়ো সুখবর: অমৃতের সাথে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের এই ৯৩ টি স্টেশন, লাভ পাবেন লোকাল যাত্রীরাও

অমৃতের সাথে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের এই ৯৩ টি স্টেশন

কাজের সূত্রে ট্রেনের (Train) মাধ্যমে নিশ্চই কখনো না কখনো যাত্রা করে থাকেন। তাহলে নিশ্চই ট্রেনের ব্যাবস্থা বা স্টেশনের ব্যাবস্থা সম্পর্কে নিশ্চই জানেন। ভারতে অসংখ্য রেল স্টেশন (Railway Station) রয়েছে। তবে আগের তুলনায় বর্তমানে স্টেশনগুলির রূপ পরিবর্তন করা হচ্ছে। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কিছু রেল স্টেশনেও। এবার বাংলার এই রেল স্টেশনগুলি আধুনিকতার ছোঁয়া পাবে। চলুন আরো বিস্তারিত খবর জেনে নিন।

Train

গত ২২সে ডিসেম্বর ভারতীয় রেল মন্ত্রালয় (Railway Ministry) ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’ (Amrit Bharat Station Scheme) ঘোষণা করেছে। ইতিমধ্যে কোন স্টেশনগুলো আধুনিক ভাবে তৈরি করা হবে তার একটি তালিকাও (Amrit Bharat Station Scheme List) প্রকাশ করা হয়েছে। রেল মন্ত্রক তো বটেই রাজ্য বিজেপিও তা প্রচারের জন্য রাজ্যের নেমেছে। অনেক বিজেপি সাংসদও টুইটারে (Twitter) এই তালিকা প্রকাশ করেছে। এই প্রকল্পের আওতায় মোট ৯৩টি রেল স্টেশনে কাজ হবে। তবে রাজ্য বিজেপির মতে সংখ্যাটা ৯৩ নয় ৯৪।

আসলে কেন্দ্রীয় সরকার রেল স্টেশনগুলিকে আধুনিক রূপ দেওয়ার জন্য ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’ চালু করেছে। আর এই প্রকল্পের আয়তাও বাংলার বেশ কয়েকটি রেল স্টেশনকে আধুনিক ভাবে (Modernize) তৈরি করা হবে। এই স্টেশনের তালিকায় রয়েছে বাংলার ৯৩টি রেল স্টেশন। এই স্টেশনগুলি হলো পাণ্ডবেশ্বর, পানাগড়ের মতো ছোট স্টেশনও। রয়েছে বড় স্টেশন হাওড়া, শিয়ালদহ। টিকবে কবে থেকে এ কাজ শুরু হবে তা জানা যায়নি। Railway

 

উক্ত তালিকায় থাকা স্টেশনগুলির চাহিদা অনুযায়ী কাজ শুরু হবে। তবে প্রত্যেক ক্ষেত্রেই যাত্রীদের সুবিধার বিষয়টি মাথায় রাখা হবে। জানা যাচ্ছে, রেল স্টেশনে থাকা যাত্রী প্রতীক্ষালয়গুলিকেও আধুনিক ভাবে তৈরি করা হবে। অন্যদিকে স্টেশনের প্ল্যাটফর্মগুলিও উঁচু করা হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে স্টেশনমুখী রাস্তাকেও চওড়া করা হবে এবং রাস্তার ধারে থাকা অবৈধ নির্মানগুলিকে সরিয়ে দেওয়া হবে। স্টেশন চত্বরে গাড়ি রাখার জন্য নির্মিত হবে পার্কিং।

Modi ji