বিমানবন্দরের ধাঁচে সাজতে চলেছে বাংলার এই ৪ টি রেলস্টেশন, ছবি দেখে চমকে যাবেন আপনিও

বিমানবন্দরের ধাঁচে সাজতে চলেছে বাংলার এই ৪ টি রেলস্টেশন

ভারতের যাতায়াতের মাধ্যম হিসেবে ভারতীয় রেলওয়ের (Indian Railways) গুরুত্ব অপরিসীম। ভারতে অসংখ্য রেলপথ ও ট্রেন রয়েছে। এই ট্রেন ব্যাবহার করে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়ে থাকে। এবারও যাত্রীদের সুবিধার জন্য আরো উন্নত পরিষেবা প্রদান করার লক্ষ্যে রেল স্টেশনগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন।

Howrah Railway

আসলে অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অধীনে দেশের মোট ১২৭৫টি রেল স্টেশনকে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রেল স্টেশনগুলিকে বিমান বন্দরের ধাঁচে তৈরি করা হবে। থাকে অত্যাধুনিক সুযোগ সুবিধা। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। যার মধ্যে বাংলার ৪টি রেল স্টেশনকে বিমান বন্দরের মতো (4 Railway Station Like Airport In West Bengal) করে সাজানো হবে।

বাংলার কোন কোন স্টেশন রয়েছে এই তালিকায়? জানিয়ে রাখি, এই চারটি স্টেশন হলো হাওড়া (Howrah Railway Station), কলকাতা (Kolkata Railway Station), ব্যান্ডেল (Bandel Railway Station) এবং আসানসোল (Asansol Railway Station)। এছাড়া শিয়ালদা স্টেশনও রয়েছে এই তালিকায়। এই স্টেশনগুলোকে বিমান বন্দরের ধাঁচে তৈরি করা হবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্টেশনটি সাজানো হবে। থাকবে লাউঞ্জ, রুফটপ প্লাজা। প্রবেশ ও বাহিরের জন্য আলাদা ব্যাবস্থা থাকবে। ২০২৬ সালের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

Bandel Junction

একেবারে নতুন ভাবে বিমান বন্দরের ন্যায় স্টেশন গুলিকে সাজানো হবে। মূলত যাত্রীদের আরো উন্নত সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্য এই ব্যাবস্থা নেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এই তালিকার মধ্যে রয়েছে হাওড়া স্টেশনের নামও। যা এ দেশের অন্যতম ব্যাস্ত রেলওয়ে স্টেশন। প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ এই স্টেশনে যাতায়াত করেন। এই স্টেশনকেও ওয়াক্যালেটর, লিফট এবং এসকেলেটরের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে সাজানো হবে।

Kolkata