Indian Railways: ২০ টাকার জন্য ২২ বছরের আইনি লড়াই! রেলের বিরুদ্ধে মামলা জিতে শেষ হাসি হাসলেন আইনজীবী

রেলের বিরুদ্ধে মামলা জিতে শেষ হাসি হাসলেন আইনজীবী

ভারতীয় রেলওয়ে (Indian Railway) বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এ রেলপথে যাতায়াত করে থাকেন এর জন্য ভারতে রয়েছে অসংখ্য রেলস্টেশন এবং ট্রেন। যাত্রা শুরুর আগে যাত্রীকে টিকিট (Ticket) কেটে ট্রেনে উঠতে হয়। যদি কোন যাত্রী টিকিট না কেটে টেনে ওঠেন তবে তার জরিমানা থেকে জেল পর্যন্ত হতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে এমনই কড়া ব্যবস্থা রয়েছে। তবে রেল কর্মচারীর ভুলে এবার রেলকে দিতে হলো কয়েক হাজার টাকার জরিমানা। কি কারণে ভারতীয় রেলকে এত টাকা জমিমান দিতে হলো জেনে নিন।

Rail

ঘটনাটি ১৯৯৯ সালের। ওই বছর তুঙ্গনাথ চতুর্বেদী (Tunganath Chaturvedi) নামক এক যাত্রী তাঁর বন্ধুকে মথুরা ক্যান্টনমেন্টে (Mathura Cantonment) হাজির হন। তিনি মথুরা থেকে মুরাদাবাদ (Moradabad) যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ট্রেনে ওঠার আগে তাঁকে নিয়ম মেনে ট্রেনের টিকিট কাটতে হয়। প্রসঙ্গত সে সময় টিকিট মূল্য ছিল ৩৫ টাকা। দুজনের মিলে ভাড়া হয় ৭০ টাকা। ওই ব্যক্তির কাছে কোন খুচরা পয়সা না থাকায়, তিনি টিকিট কাটার জন্য ১০০ টাকার নোট দেন। তবে টিকিট কাউন্টারে থাকা রেল কর্মচারী ভুল করে টিকিট মূল্য কাটে ৯০ টাকা এবং ঐ ব্যক্তিকে ৩০ টাকা ফেরত দেন।

তুঙ্গনাথ রেলকর্মীর ভুল ধরিয়ে দিলেও, সেই ব্যক্তি ভুল স্বীকার করেননি। অন্যদিকে তাঁকে ২০ টাকা ফেরতও দেয়নি। ওই স্টেশনের রেলকর্তৃপক্ষের কাছেও তিনি বিষয়টি জানান। তবে ফল মেলেনি। বহু চেষ্টা করেও তিনি সেই ২০ টাকা ফেরত পাননি। এরপর তিনি বুদ্ধি করে আইনের সাহার্য নেন। প্রসঙ্গত, তুঙ্গনাথ চতুর্বেদী পেশায় একজন আইনজীবী। তিনি অতিরিক্ত ২০ টাকা কেটে নেওয়ার কারণে ক্রেতা সুরক্ষা আদালতে (Court of Consumer Protection) উত্তর-পূর্ব রেলের বিরুদ্ধে মামলা (Case) করেন।

Law

প্রায় ২২ বছর ধরে মামলাটি চলে এবং ১২০টি শুনানি হয়। ২২ বছর ধরে চলা মামলার রায়ে অবশেষে জয়ী হন তুঙ্গনাথ (Tungnath Won The Verdict In The 22 Year Old Case)। বতর্মানে ওই ব্যক্তির বয়স ৬৬। দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে রেল কে হারিয়ে জিতলেন তিনিই। তিনি প্রমান করলেন সত্যের জয় সর্বদা। রায়ে আদালত জানিয়েছেন, আইনি লড়াইয়ের জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকার সঙ্গে ১২% হারে সুদ সহ অতিরিক্ত টাকা ফিরত দিতে হবে ওই ব্যক্তিকে। দীর্ঘদিন ধরে চলে আসা এই লড়াইয়ে জিতে তুঙ্গনাথ বেজায় খুশি। তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে মাত্র ২০ টাকার জন্য তিনি কেন এত দিন লড়াই চালিয়ে গেলেন? এ নিয়ে তিনি মিডিয়াকে জানিয়েছেন, এ লড়াই শুধুমাত্র টাকার জন্য লড়াই ছিল না। যাতে সত্যের জয় হয় এবং এমন ঘটনা যাতে আর কোনো যাত্রীর সঙ্গে না ঘটে, সেকারণে তিনি এই মামলাটি করে ছিলেন।