Indian Railways: ভারতের এই ৬ টি ঝাঁ চকচকে রেলস্টেশন যা হার মানাবে একাধিক বিলাসবহুল এয়ারপোর্টের সৌন্দর্যকেও

৬ টি ঝাঁ চকচকে রেলস্টেশন যা হার মানাবে একাধিক বিলাসবহুল এয়ারপোর্টের

ভারতের যাতায়াতের অন্যতম মাধ্যম ভারতীয় রেলওয়ে (Indian Railway) । প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজের উদ্দেশ্যে রেল পথে ভ্রমণ করে। এর জন্য ভারতে রয়েছে অসংখ্য রেল স্টেশন। এই স্টেশনগুলিতে প্রতিদিন প্রচুর পরিমানে যাত্রীদের ভিড় হয়। আপনিও হয়তো কখনো না কখনো ট্রেনে ভ্রমন করেছেন। তাহলে নিশ্চই লক্ষ করেছেন বেশির ভাগ রেলস্টেশন(Railway Station) গুলিই খুব অ-পরিচ্ছন্ন ও অ-পরিষ্কার থাকে। তবে আজ আপনাদের এমন কিছু রেলস্টেশন সম্পর্কে বলবো, যেগুলি এয়ারপোর্টের থেকেও বেশি পরিষ্কার ও পরিছন্ন থাকে। সম্প্রতি ভারতের রেল মন্ত্রক একটি টুইট করে সবথেকে পরিষ্কার রেল স্টেশনের তালিকা প্রকাশ করেছে। চলুন প্রতিবেদন থেকে ভারতের ৬টি পরিষ্কার রেলস্টেশন ( Top 6 Cleanest Railway Stations in India) সম্পর্কে জেনে নিন।

১) বিকান রেলওয়ে স্টেশন (Bikaner Railway Station)

Bikaner Railway Station

এই স্টেশনটি রাজস্থান রাজ্যের বিকানিকে অবস্থিত। স্টেশনটিকে ভারতের অন্যতম পরিষ্কার রেলস্টেশন হিসাবে গন্য করা হয়। রেল মন্ত্রক প্রকাশিত তালিকার প্রথমে রয়েছে এই স্টেশনটির নাম। রেল মন্ত্রক বলে যে এটিকে ‘পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির প্রতীক’ হিসাবে তুলে ধরেছেন।

২) রানি কমলাপতি স্টেশনে ( Rani Kamalapati Railway Station)

Rani Kamalapati Railway Station

ভারতের মধ্য প্রদেশের ভোপাল শহরে রয়েছে একটি স্টেশন, যার নাম রানি কমলাপতি স্টেশনে। স্টেশনটি খুবই পরিস্কার ও পরিচ্ছন্ন থাকে। এটি ভারতের পরিষ্কার রেল স্টেশন গুলির মধ্যে একটি। যা বিশেষ ভাবে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন। বিশেষ বিষয় হলো স্টেশনটিতে উন্নত মানের স্যানিটাইজেসনের ব্যাবস্থা রয়েছে।

৩) পাটনা জংশন রেলওয়ে স্টেশন (Patna Junction Railway Station)

Patna Junction Railway Station

মানুষের মনে বিহার রাজ্যটি সম্পর্কে অনেক ধারণা রয়েছে। যার মধ্যে একটি হলো, অনেকে মনে করেন বিহার রাজ্য মানেই নোংরা। দেওয়ালে দেওয়ালে গুটকা আর খৈনির ছাপ। কিন্তু এই ধারণা পালটে যাবে যদি একবার পাটনা জংশনে যান। স্টেশনটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। এটি ভারতের অন্যতম পরিষ্কার রেলস্টেশন গুলির মধ্যে একটি। পাটনা জংশন রেলওয়ে স্টেশনটি স্বচ্ছ ভারত অভিযানে বিশেষ অবদান রাখে।

৪) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT Railway Station)

CSMT Railway Station

 

মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় রেলস্টেশন হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে ট্রেনে ওঠা নামা করেন। স্টেশনটি বেশ ঐতিহ্যপূর্ণ। তবে যেটা বিশেষ বিষয়, সেটা হলো এই স্টেশনটি বেশ পরিষ্কার। প্রসঙ্গত, মহারাষ্ট্রের অন্যতম আকর্ষণীয় ও পরিষ্কার রেলস্টেশন এটি।

৫) জয়সলমি রেলস্টেশন (Jaisalmer Railway Station)

Jaisalmer Railway Station

রাজস্থানের একটি শহর জয়সলমি পর্যটনকেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয় একটি স্থান। আর এই কারণেই এখানে রয়েছে একটি রেলস্টেশন। যা যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্ব রাখে। সে কারণে স্টেশনটি বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়। রেল মন্ত্রকের সবচেয়ে পরিষ্কার রেলস্টেশনের তালিকায় জায়গা করে নিয়েছে এটি। এই স্টেশনটি রাজস্থানের পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় শহরকে ভারতের অন্যান শহরের সঙ্গে যুক্ত করেছে।

৬) গুয়াহাটি রেলস্টেশন (Guwahati Railway Station)

Guwahati Railway Station

ভারতের আরেকটি পরিষ্কার রেলস্টেশন হলো আসামের গুয়াহাটি রেল স্টেশন। এটি ভারতের স্বচ্ছ রেল-স্বচ্ছ ভারত অভিযানের তালিকায় উচ্চ স্থানে রয়েছে। এই স্টেশনটির পরিচ্ছন্নতার মান বেশ ভালো। বাইরে থেকে স্টেশনটি কোনো পাহাড়ের সুন্দর হোম স্টেগুলির মতো দেখতে লাগে। তাহলে একবার ভাবুন, স্টেশনটি কতটা পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে পারে।