কী কারণে লোহার রিং দেওয়া হয় ট্রেনের চালককে? কারণ জেনে চমকে যাবেন আপনিও

কী কারণে লোহার রিং দেওয়া হয় ট্রেনের চালককে

ভারতীয় রেল ব্যাবস্থা (Indian Railway System) বিশ্বের বৃহত্তম রেলব্যাবস্থাগুলির মধ্যে একটি। দিন দিন এই রেল ব্যাবস্থা আরো উন্নত করা হচ্ছে। যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেনের কোচ থেকে ইঞ্জিন সবই আধুনিক করা হচ্ছে। তবে ভারতীয় রেল ব্যাবস্থা এত পুরানো আর বড় যার এক সাথে আধুনিকীকরণ সম্ভব নয়। এই কারণে আজও অনেক স্টেশনে ব্রিটিশ আমলের ছোঁয়া পাওয়া যায়। ব্রিটিশ আমলে অনেক কৌশল আজও বেশ কিছু রেল স্টেশনে দেখা যায়।

Train

এই কৌশল গুলির মধ্যে অন্যতম হলো টোকেন এক্সচেঞ্জ সিস্টেম (Token Exchange System In Indian Railway)। আজ ব্রিটিশ আমলে এই কৌশল প্রায় বন্ধের পথে। তবে আজও কিছু কিছু স্টেশনে এই সিস্টেম লক্ষ্য করে থাকবেন নিশ্চই। তবে জানেন ট্রেনে কেন টোকেন এক্সচেঞ্জ সিস্টেম রয়েছে? এর কাজ কি? চলুন আজকের প্রতিবেদন আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো।

আসলে টোকেন এক্সচেঞ্জ হলো ব্রিটিশ আমলে নির্মিত একটি প্রযুক্তি। ট্রেন নিরাপদে পরিচালনার জন্যই সে সময় এই প্রযুক্তি তৈরি করা হয়েছিল। সে সময় ট্রেন লাইনে ট্রাক সার্কিটের কোনো ব্যাপার ছিল না বা ট্রাক সার্কিট নির্মিত হয়নি। সে সময় টোকেন এক্সচেঞ্জ ব্যাবহার করা হতো। যাতে করে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মুখোমুখি সংঘর্ষ না ঘটে। কেননা সে সময় ট্রেন লাইন গুলি একক লাইন ছিল।

Train

তবে কি এই টোকেন এক্সচেঞ্জ? টোকেন এক্সচেঞ্জ হলো এক ধরণের লোহার রিং। এটি আকারে বেশ বড় হতো। স্টেশন মাস্টার এই রিং লোকোপাইলটকে দিত। এটা একটি সংকেত হিসাবে কাজ করতো। লোকোপাইলট এই রিং পাওয়ার পর বুঝতো যে আসন্ন স্টেশন পর্যন্ত ট্রেন লাইন ফাঁকা। ফলে নিশ্চিত পরের স্টেশন পর্যন্ত পৌঁছে যেত ট্রেন এবং পরের স্টেশনে গিয়ে এই টোকেন জমা করে নতুন টোকেন নিয়ে আবার যাত্রা শুরু করত।