যদি জেনারেল বগিতে জায়গা না পান তাহলে রেলের অন্য বগিতে কী যাতায়াত করতে পারবেন? জানুন ভারতীয় রেলওয়ের তরফে কী রয়েছে নিয়ম!

জেনারেল বগিতে জায়গা না পান

ভারতীয় রেলওয়ে (Indian Railways) ব্যাবস্থা যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ রেল (Rail) পথে যাতায়াত করে থাকেন। এর জন্য রয়েছে অসংখ্য ট্রেন এবং ট্রেনের অসংখ্য বগি। সেই বগির আবার রয়েছে বিভিন্ন শ্রেণী। যে যাত্রী যেমন টিকিট কাটেন তিনি সেই বগিতে যাত্রা করেন। এক্ষেত্রে সাধারণ বগির যাত্রী সংখ্যাই বেশি। মাঝে মাঝে এই বগিতে যাত্রীর চাপ এতোই বেশি হয় যে সকলেই অতিষ্ট হয়ে ওঠেন। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগে যে সাধারণ বগির টিকিট নিয়ে অন্য কোনো বগিতে কি ভ্রমণ করা যাবে? এ বিষয়ে রেলের পক্ষ থেকে কি নিয়ম রয়েছে?চলুন বিস্তারিত জেনে নিন।

train

যদি ট্রেনে ভ্রমণ কালে আপনার এমন পরিস্থিতি তৈরি হয় তবে জেনে রাখুন আপনি অন্য কোচে যেতে পারেন। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। প্রসঙ্গত, রেলওয়ে ১৯৮৯ (Railways act 1989) আইনের অধীনে দ্বিতীয় শ্রেণীর টিকিটের বৈধতা বলা হয়েছে। এই আইনে বলা হচ্ছে, ১৯৯ কিমি পর্যন্ত যাত্রার জন্য টিকিট ৩ ঘন্টা পর্যন্ত বৈধ‍্য থাকবে। এর বেশি সময়ের যাত্রা হলে টিকিটের মেয়াদ হবে ২৪ ঘন্টা। এই পরিস্থিতিতে যদি আপনার কাছে দ্বিতীয় শ্রেণীর টিকিট না থাকে এবং সাধারণ কোচে পা রাখার জায়গা না থাকলে আপনাকে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।

তবে আপনি সাধারণ কোচের টিকিট দিয়ে স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে যদি টিকিটের মেয়েদের আগে অন্য কোনো ট্রেন না থাকে তবেই। রেলওয়ে আইনের ১৩৮ ধারায় (Railways act 1989 Sec 138)-এ বিষয়ে উল্লেখ রয়েছে। সেখানে বলা হচ্ছে, এই পরিস্থিতিতে প্রথমে আপনাকে টিটিই-কে খুঁজে বের করতে হবে এবং আপনার পরিস্থিতির কথা জানাতে হবে। টিটিইকে (TTE) জানিয়েই স্লিপার ক্লাসে প্রবেশ করতে পারবেন। আপনি এক্ষেত্রে যদি আসন খালি থাকে তাও পেতে পারেন। কোনো আসন খালি না থাকলে পরবর্তী স্টেশন পর্যন্ত যাওয়ার অনুমতি পাবেন।

indian railway ticket

পরবর্তী স্টেশন আসার পরও যদি আপনি স্লিপার কোচে ভ্রমণ চালিয়ে যেতে চান এবং না নামেন, সে ক্ষেত্রে আপনাকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। তবেই আপনি যাত্রা করতে পারবেন। সেই মুহূর্তে যদি আপনার কাছে কোনো টাকা না থাকে, তাহলে টিটিই আপনার জন্য একটি চালান তৈরি করে দেবে। যা পরবর্তীতে আপনাকে আলদালতে জমা করতে হবে। অর্থাৎ যতক্ষন না সাধারণ কোচে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, ততক্ষণ আপনাকে কেও স্লিপার কোচ থেকে বের করে দিতে পারবে না।