Indian Railways জারি করলো নতুন নিয়ম, এবার থেকে ট্রেনে থাকবে না গার্ড

নতুন নিয়ম রেলওয়ের

ভারতীয় রেল (Indian Railway) ব্যবস্থায় যাতায়াতের অন্যতম মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করে থাকেন। যাত্রীদের সুবিধার জন্য মাঝেমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকেন। মাঝেমধ্যে বেশ কিছু পুরানো নিয়মের বদল ঘটিয়ে নতুন নিয়ম লাগু করেন রেলওয়ে। মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে রেলওয়ে আবারও এক নয়া নিয়ম (New Rules) আনতে চলেছে। রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা এই নয়া নিয়মটি কি? তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

rail

আপনি কখনো না কখনো ট্রেনে নিশ্চই ভ্রমণ করেছেন। তাহলে জানেন হয়তো। প্রত্যেক ট্রেনে গার্ড (Guard) নামক কর্মচারী থাকে। তবে এবার থেকে ট্রেনে এই গার্ডের দেখা আর মিলবে না। এমন টাই জানালেন রেলমন্ত্রক। সম্প্রতি ভারতীয় রেল মন্ত্রক(Railways Ministry) টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছে। যেখানে নতুন এক নিয়মের কথা বলা হচ্ছে। এই নিয়মের ফলে ট্রেনে গার্ডের নাম পরিবর্তন করে গুডস ট্রেন ম্যানেজার রাখা হচ্ছে। এমন বেশকিছু পদের পদবি পরিবর্তনের সিন্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

কর্মচারীরা ২০০৪ সাল থেকে পদবী পরিবর্তনের দাবি তুলেছিল। তাঁদের মতে একটি পুরানো দাবি ছিল, একজন গার্ড পতাকা ও মশাল দেখিয়ে সংকেত দেওয়ার বাইরেও অনেক কাজ করে থাকেন। এই দাবিতে সরকারি ভাবে সিলমোহর পড়লো। রেল কর্তৃপক্ষ এবারে বিভিন্ন পদের পদবি পরিবর্তন কার্যকরী করলো। ইতিমধ্যে সমস্ত জোনের
জিএমদের লিখিত ভাবে এই বিষয়ে জানানো হয়েছে।

Indian Train

পদবির পরিবর্তন হলেও পদমর্যাদা একই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রধানত, ট্রেনে যাত্রীদের চাহিদা মেটানোর পাশাপাশি পার্সেল সামগ্রী, যাত্রী নিরাপত্তা এবং ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে গার্ড। সেই দায়িত্ব বহাল থাকবে। সংকেত ছাড়াও এই কাজগুলো করতে হয় গার্ডকে, তাই কর্মচারীদের এই দাবি মেনে নিল রেল কর্তৃপক্ষ। চলুন এক নজরে দেখে নিন কোন কোন পদের কি কি নতুন নাম দেওয়া হলো। পূর্বের সহকারী গার্ড পরিবর্তিত হয়ে হলো সহকারী প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার (Assistant Passenger Train Manager)। অন্যদিকে গুডস গার্ড গুডস ট্রেন ম্যানেজার(Goods Train Manager) নামে নতুন পদবি পেলেন। সিনিয়র গুডস গার্ডকে পরিবর্তন করে সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার(Senior Goods Train Manager) নাম রাখা হলো। সিনিয়র প্যাসেঞ্জার গার্ডকে এবার থেকে সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার(Senior Passenger Train Manager) বলা হবে। এছাড়া মেইল/এক্সপ্রেস গার্ড মেল/এক্সপ্রেস ট্রেন ম্যানেজার(Mail / Express Train Manager) পদবিতে পরিবর্তিত হলেন।

train