পবনদীপ ও অরুনীতা সত্যিই কি লুকিয়ে সারলেন বিয়ে! জানুন তাদের ভাইরাল ছবির সত্যতা

ইন্ডিয়া আইলে বিজয়ী পবনদীপ রাজন এবং রানার আপ অরুনিতা কাঞ্জিলালের সম্পর্ক নিয়ে প্রায় চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। দুটো জুটিকে খুব পছন্দ করে দর্শকরা। কিন্তু বেশ কিছুদিন ধরে এটাই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে।

ইন্ডিয়া আইডেল অনুষ্ঠিত হওয়ার সময় দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্কে হয়েছিল। এরপর সেটা প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর তারা দুজনে একসাথে অ্যালবামে গানও গেয়েছিলেন। কিন্তু অরুনিতার বাড়ি থেকে পবনদীপের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে চাইছে না, এর ফলে তাঁদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরে।

এমনই শোনা যায়, অরুনিতার বাবার হস্তক্ষেপে তাঁদের সর্ম্পকে ভাঙ্গন ধরে। এরপর পবনদীপের সাথে কাজ করতে অস্বীকার করেন অরুনিতা। তাঁদের আলাদা হয়ে যাওয়ার খবর পেয়ে তাঁদের ফ্যান ফলোয়াররা যথেষ্ট হতাশ হয়ে যায়।

সম্প্রতি তাঁদের বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে পবনদীপ অরুনিতাকে বিয়ে করেছে। ছবিটির সত্যটা কতটা তা এখন অধরাই রয়েছে। তবে ছবি গুলো যে বানানো তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে অনেকেরই মতে তাঁদের কোন ভক্ত পবনদীপ এবং অরুনিতাকে একসাথে রাখার জন্য এরকম কিছু ছবি বানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে।

Related Articles

Back to top button