কখনো কী ভেবে দেখেছেন ভারতবর্ষে সর্বদা মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় সূর্যোদয়ের আগে! জানুন এর পেছনের কারণ

ভারতবর্ষে সর্বদা মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় সূর্যোদয়ের আগে

ভারতীয় বিচার ব্যবস্থায় (Indian Law) দোষীদের শাস্তি দেওয়া হয়। ভারতের আইন সংবিধানে রয়েছে অসংখ্য শাস্তি। এরমধ্যে দণ্ডবিধীর চরমতম শাস্তি হলো মৃত্যুদণ্ড বা ফাঁসি (Hanging)। তবে সমস্ত অপরাধীদের যে শাস্তি হিসাবের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তা কিন্তু নয়। অপরাধের মাত্রা যদি বিরল থেকে বিরলতম হয়। তবে অপরাধীকে ফাঁসি দেওয়া হয়।

Hanging

তবে ভারতে সর্বদা ফাঁসি দেওয়া হয় ভোরে, সূর্যের আলো ফোটার আগেই। ব্রিটিশ আমলেও এই নিয়ম মেনেই ফাঁসি দেওয়া হতো। আজমল কাসব থেকে শুরু করে আফজল গুরু বা ইয়াকুব মেমনের মতো অপরাধীদের কয়েক বছর আগেই ফাঁসি দেওয়া হয়েছে। ওই একই নিয়ম মেনে ভোরেই তাদের ফাঁসি দেওয়া হয়। কিন্তু কেন সূর্য ওঠার আগেই ফাঁসি দেওয়ার নিয়ম? জানেন কি? এর উত্তর আজ আপ্নাদেত জানাবো। চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

সূর্যদয়ের আগেই ভোর রাত্রে ‘অপরাধী’কে ফাঁসি দেওয়ার পিছনে রয়েছে তিনটি কারণ, যথা প্রশাসনিক, ব্যবহারিক ও সামাজিক।

১) প্রথমত ফাঁসির কাজ সম্পন্ন করার আগে অনেক গুলি ধাপে কাজ সম্পন্ন করতে হয় জেল কর্তৃপক্ষকে। নানা অফিসিয়াল কাজ সেরে তারপর দোষীকে ফাঁসি দেওয়া হয়। ফলে সূর্য ওঠার আগেই কাজটা মিটিয়ে ফেললে, জেলের দৈনন্দিন কাজে কোনো বাধা পড়বে না। জেলের প্রতিদিনকার কাজ কোনো ভাবে যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেই কারণে ভোর রাত্রেই ফাঁসি দেওয়া হয়।

২) অনেক সময় দেখা গেছে, দোষীদের ফাঁসি দেওয়ার অনুমতি দেওয়া হলে নাগরিক সমাজে জনমত তৈরি হয়। দেশজুড়ে বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহের সূচনা করেন নাগরিকরা। তাই ভোর রাতে ফাঁসির কাজ মিটিয়ে ফেলা হয়। কেননা ভোরে সবাই ঘুমে আচ্ছন্ন থাকে। আর এই সময় ফাঁসি দিলে, আন্দোলনের ভয় থাকে না।

Indian punishment

৩) নিয়ম অনুযায়ী ফাঁসি হয়ে গেলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাই সূর্যদয়ের আগেই ফাঁসির কাজ সম্পন্ন করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সকাল সকাল পরিবারের হাতে মৃতদেহ পৌঁছালে, তারা সময় মতো সৎকার করতে পারে।