Advance ট্যাক্স দিন! আয়কর দপ্তর থেকে এলো নতুন SMS
আয়কর দপ্তর থেকে এলো নতুন SMS

আগামী ১৫ই মার্চ অগ্রিম কর জমা (Advance Tax) করার চতুর্থ কিস্তির শেষ তারিখ। ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য এই কর জমা করতে হচ্ছে। এ বিষয়ে আয়কর বিভাগ ভারতীয় আয়কর দাতাদের বিজ্ঞপ্তি বা মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বারে বারে শেষ দিন মনে করিয়ে দিচ্ছে। তবে এই বার্তার কারণেই তোলপাড় সৃষ্টি হয়েছে। আয়কর বিভাগের (Income tax Department) বার্তায় অনেকেই আতঙ্কিত হচ্ছেন। কি বলা হয়েছে এই বার্তায়? জানলে আপনিও অবাক হবেন। চলুন জেনে নিন।
প্রসঙ্গত, ক্রমাগত মোবাইলে বার্তা পাঠিয়ে চতুর্থ কিস্তি জমা করার শেষ তারিখ মনে করিয়ে দিচ্ছে আয়কর বিভাগ। প্রত্যেক আয়কর দাতার মোবাইলেই এই বার্তা গিয়েছে। কিন্তু কিছু মোবাইলে এমন বার্তা গিয়েছে, যার শব্দ নিয়ে অনেকেই তীব্র আপত্তি জানাচ্ছে। এর মধ্যে দিয়ে করদাতাদের মনে তীব্র ভয়ের সৃষ্টি হয়েছে। এক করদাতা এই বার্তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। যা আজ ভাইরাল।
আয়কর বিভাগের পাঠানো বার্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই বার্তায় লেখা হয়েছে, “আয়কর বিভাগ ২০২২-২৩ আর্থিক বছর (অ্যাসেসমেন্ট বছর ২০২৩-২৪) চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে৷ এই লেনদেনগুলি ই-ক্যাম্পেইন ট্যাবে প্রদর্শিত হবে৷ আপনি গিয়ে দেখতে পারেন এবং সম্পূর্ণ অগ্রিম ট্যাক্স সাবধানে জমা দিতে পারেন।”
আর এই বার্তায় ক্ষেপেছেন অনেকে। এমনকি অনেকে আয়কর বিভাগকে ভদ্র হওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি এ নিয়ে আইসিএএই এর প্রাক্তন সভাপতিও এ বিষয়ে নিজের মতামত দিয়ে বলেছেন, অগ্রিম আয়কর নিয়ে বার্তা দেওয়া ভালো, তবে সেই বার্তা করদাতাদের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। এ জন্য তিনিও আয়কর বিভাগকে ভদ্র হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও আয়করের বিরুদ্ধে অস্বস্তিকর বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়েছিল।