রিচার্জ করুন একবার, আর প্রতি মাসে ৮১ টাকায় পেয়ে যান আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে হাই স্পিড ডেটাও

গ্রাহকদের বিভিন্নরকম সুবিধা দেওয়ার জন্য মাঝে মধ্যেই নানাধরনের রিচার্জ প্ল্যান নিয়ে আসে বিভিন্ন টেলিকম সংস্থা। সর্বদা গ্রাহকদের কিভাবে নিজেদের দিকে আকর্ষিত করে রাখা যায়, সেই পরিকল্পনায় মত্ত থাকে এই সকল টেলিকম সংস্থাগুলো। তবে এদের মধ্যে রিলায়েন্স জিও (Jio) নিজের গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এক বিশেষ পন্থা বের করেছে। যার ফলে বেশকিছুটা লাভবান হবেন জিও গ্রাহকরা।
বারবার রিচার্জ প্ল্যানের ঝামেলা না করে, একবারে ৩৩৬ দিন বা ১১ মাসের এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। সেখানে আপনি পেয়ে যাবেন যত খুশি ভয়েস কল এবং ২৪ জিবি ইন্টারনেট। যার ফলে আপনি থাকবেন টেনশন মুক্ত। জিও ফোন (Jio Phone) গ্রাহকদের জন্য এমনই এক প্ল্যান নিয়ে এল জিও।
মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে পূর্বেই জিওর এমন একটি রিচার্জ প্ল্যান থাকলেও, এবার জিও গ্রাহকদের কথা চিন্তা করে এমন অফার নিয়ে এল। এখানে ৮৯৫ টাকা রিচার্জে পেয়ে যাবেন ডেটা, এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। অর্থাৎ, দিন প্রতি খরচ পড়ছে প্রায় ৮১ টাকা করে এবং এখানে প্রতি ২৮ দিনের জন্য ২ জিবি ডেটাও পেয়ে যাবেন গ্রাহক।
সেইসঙ্গে এই প্ল্যান একবার আপনি যদি রিচার্জ করে নেন, তাহলে প্রতি মাসে মাসে আপনাকে আলাদা করে আর রিচার্জ করার প্রয়োজন পড়বে না। পাশাপাশি আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে থাকছে প্রতি ২৮ দিনে ৫০ টি করে এসএমএসের সুবিধাও। তাই আর দেরী না করে আজই করে নিন এই রিচার্জ এবং নিশ্চিন্তে থাকুন আগামী ১১ মাস।