২৫ কোটির ‘উরি’ উপার্জন করেছিল ২৪৪ কোটি! ভিকির অভিনয়ে মুগ্ধ হয়ে বড় প্রস্তাব মেঘনা গুলজারের

২০১৯ সালে বলি অভিনেতা ভিকি কৌশল (vicky kaushal) অভিনীত চলচিত্র ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এটি ছিল ২০১৯ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। এই চলচ্চিত্র একদিকে যেমন বলিউডকে এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছিল, তেমনই অন্যদিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল বলি অভিনেতা ভিকি কৌশলকে।
মাত্র ২৫ কোটি টাকার এই চলচ্চিত্র উপার্জন করেছিল ২৪৪ কোটি টাকা। এই সাফল্য দেখার পর, মেঘনা গুলজার ফিল্ড মার্শাল স্যাম মানেকশের জীবন নিয়েও নির্মিত চলচ্চিত্রে ভিকি কৌশলকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে স্যাম মানেকশ হলেন একজন একজন যুদ্ধ নায়ক এবং যিনি ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘উরি’র সাফল্যের পর এই চরিত্রের জন্য ভিকি কৌশলকেই বেছে নিয়েছে চলচ্চিত্র নির্মাতা সংস্থা।
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকেও। এই ছবির পরিচালক ছিলেন ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর। এই ছবির সেটেই আদিত্য ধর ও ইয়ামি গৌতমের বন্ধুত্ব হয়। বন্ধুত্বের পর তারা প্রেমে পড়েন এবং দুজনেই বিয়ে করেন। উরি ছবির বাজেট ছিল মাত্র ২৫ কোটি টাকা।
এই ছবি মুক্তির পরই তোলপাড় হয়েছিল। এই ছবিটি দেখার পর প্রত্যেক ভারতীয়ের বুক গর্বে ফুলে উঠেছে। পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের কাহিনী মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ভিকি কৌশলের ক্যারিয়ারও এই ছবি থেকে নতুন উচ্চতা পেয়েছে।
জানিয়ে রাখি, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি ছিল ২০১৯ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। ১১ ই জানুয়ারি মুক্তিপ্রাপ্ত, চলচ্চিত্রটি ২৪৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা দিয়েছিল। একই সময়ে ‘কবির সিং’ ছিল বছরের সর্বোচ্চ আয় করা ছবি। এই চলচ্চিত্রটি ২৭৬ কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৭১ কোটি টাকা।