ভুলবশত অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলে টেনশন নেবেন না এই উপায়ে ফেরত পাবেন চলে যাওয়া টাকা

ভুলবশত অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেলে কি করবেন

বর্তমান সময় দেশে বেশিরভাগ লেনদেন ডিজিটালই (Digital) হয়। প্রতিদিন কেনাকাটার জন্য যে অর্থই প্রদান করা হোক না কেন, সেটা বড় হোক বা ছোট আজকাল সেটি অনলাইন ব্যাংকিং (Online Banking) বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে করা হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং ব্যাংকের কাজকে অনেক সহজ এবং সুবিধা করে দিয়েছে। এখন সহজেই ইউপিআইয়ের (UPI) মাধ্যমে আপনি কোথাও টাকা পাঠাতে চাইলে বা কিছু অর্ডার করতে চাইলে অনলাইনে অর্ধ প্রদান করে দেওয়া যায়। তবে জিনিসটা যত বেশি সহজ ততটা ঝুঁকিও বেড়েছে।

Mobile Banking

ডিজিটাল পেমেন্টের (Digital Payment) জন্য কেনাকাটা করা এবং অন্যদের কাছে টাকা পাঠানো অনেক সহজ হয়ে গিয়েছে। একটি বোতাম ক্লিক করলে খুব সহজেই অর্থ ট্রান্সফার যেমন করা যায়, তেমন গ্রহণও করা যায়। কিন্তু একটা ভয় থাকে, যদি ভুল জায়গায় পেমেন্ট হয়ে যায় বা আপনি যে অ্যাকাউন্টে টাকাটা স্থানান্তর করতে চাইছেন, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার না হয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেলে, তাহলে আপনি কিভাবে আপনার টাকা ফেরত পাবেন? আজকের প্রতিবেদনে সেটি জেনে নিন।

আপনার অর্থ যদি ভুলবশত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। তাহলে আপনাকে অবিলম্বে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। ব্যাংকের ম্যানেজার বা রিলেশনশিপ ম্যানেজারকে কল করবেন সঙ্গে সঙ্গে। লেনদেনের সমস্ত বিবরণী আপনার কাছে রাখুন। এরপর আপনি নিকটষ্ট শাখায় যাবেন সেখানে গিয়ে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে আবেদন জমা দেবেন।

Online Transaction

আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, সেই অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার ব্যাংকে হয়ে থাকে, তাহলে সেটি আরো সুবিধা হয়ে যাবে। আপনার ব্যাংক, সেই ব্যাংকের গ্রাহকের সাথে যোগাযোগ করে নেবে। যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তিনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি অর্থ পুনরুদ্ধারের জন্য দেওয়ানী মামলা দায়ের করতে পারবেন।