সস্তায় বিদেশ যাত্রা করতে চাইলে ঘুরে আসুন এই ৬ টি জায়গা, একেবারে কম টাকায় সম্ভব ভ্রমণ

ভ্রমণ পিপাসু মানুষজন সময় পেলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেড়িয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। পাহাড়, সমুদ্র কিংবা মরুভূমি- এক একজনের পছন এক একরকম। তবে এসবের মধ্যে এমন অনেকেই আছেন, যারা জীবনে একবার হলেও কোন বিদেশ ভ্রমণ করতে চান। কিন্তু সাধ থাকলেও, বাঁধা হয়ে দাঁড়ায় সাধ্য। এইসকল মানুষদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, খুব বেশি নয়, মাত্র ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করতে পারলেই আপনি বেড়িয়ে আসতে পারবেন বিদেশে। তাই একটু টাকা জমিয়ে ঘুরে আসুন এইসকল দেশগুলোতে।

img 20221128 130527

সিঙ্গাপুর (Singapore)- বিদেশের মধ্যে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম হল সিঙ্গাপুর। এখানে ইউনিভার্সাল স্টুডিও থেকে শুরু করে সুস্বাদু খাবার, অনেক সুন্দর সৈকত রয়েছে, যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এখানে একদিকে যেমন ভ্রমণের জন্য প্রচুর পর্যটক গিয়ে থাকেন, তেমনই এখানে অনেক চলচ্চিত্রের শ্যুটিং হতেও দেখা যায়। এখানে মাথাপিছু খরচ প্রায় ৪০-৫০ হাজার টাকা।

img 20221128 130517

থাইল্যান্ড (Thailand)- দক্ষিণ-পূর্ব এশিয়ার আধুনিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ দেশ থাইল্যান্ড মকালো রাজকীয় প্রাসাদ, প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির, সুন্দর সৈকত এবং উত্তেজনাপূর্ণ নাইটলাইফের জন্যও পরিচিত। চমৎকার থাই খাবার এবং বন্যপ্রাণীর জন্যও পরিচিত এই দেশে মাথাপিছু খরচ প্রায় ৪০-৪৫ হাজার টাকা।

img 20221128 130507

মিশর (Egypt)- সংস্কৃতি এবং ইতিহাসের জন্য গোটা বিশ্বে পরিচিত এই দেশে। নীল নদ, চমৎকার পিরামিড এবং অনেক প্রাচীন মন্দির ও মসজিদও রয়েছে এই দেশে। এই দেশে মাথপিছু খরচ প্রায় ৫০ হাজার টাকা।

img 20221128 130454

 

মায়ানমার (Myanmar)- গত দশ বছরে অত্যাশ্চর্য সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে খুব বিখ্যাত হয়ে উঠেছে মায়নমার। এই দেশ কিছুটা সাশ্রয়ী হওয়ার কারণে ভারত থেকে বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। এখানে মাথাপিছু খরচ প্রায় ৩৫-৪০ হাজার টাকা।

img 20221128 130444

শ্রীলংকা (Sri Lanka)- ভারতের এই পড়শি দেশ শ্রীলঙ্কা সংস্কৃতি, মনোরম জলবায়ু, খাবার এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। বন থেকে সমতল এবং পাহাড় থেকে বালুকাময় সমুদ্র সৈকত সবকিছুই রয়েছে এই দেশে। এই দেশে ভ্রমণের জন্য আপনার খুব বেশি খরচ হবে না। বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলে, কিছুটা অর্থ জমিয়ে ঘুরেই আসতে পারেন এই দেশ থেকে। এখানে মাথা পিছু খরচা প্রায় ৩৫-৪০ হাজার টাকা।