সাহস থাকলে ঈদ নিয়ে মজার ভিডিও বানিয়ে দেখান, শিব’রূপী মীরকে কটাক্ষ নেটিজেনদের

কিছুদিন আগের একটি ঘটনা, ছোটবেলার সময় এর দুর্গাপুজো নিয়ে এক অভিজ্ঞতা শেয়ার করার জন্য ট্রোল হতে হয়েছিল রেডিও জকি ও অভিনেতা মীর আফসার আলি কে । যেটি নিয়ে কিছু সময় পরে সোশ্যাল মিডিয়া এর জগতে নিজের ক্ষোভ, রাগ, দুঃখ জাহির করে দেন মীর আফসার আলি। সেই ঘটনা এর ঝামেলা শেষ হওয়ার আগেই আবার একবার হিন্দুদের দেবতা শিব ও দুর্গা কে নিয়ে একটি মজার ভিডিয়ো বানানোর কারণে ট্রোল হতে হয়েছে কৌতুকশিল্পী অর্থাৎ অভিনেতা মীর আফসার আলি কে। মীর আফসার আলি কে ডাইরেক্ট একটি চ্যালেঞ্জ দিয়েছেন কিছু হিন্দু ধর্মের কট্টরপন্থী।

ঠিক কী ঘটেছে?

সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে ভেসে আসা একটি রেডিও চ্যানেল এর ভিডিয়ো এর মধ্যে দেখা যাচ্ছে, শিব এর বহুরূপী সেজেছেন মীর আফসার আলি এবং সঞ্চালিকা শ্রীকে দেখা গেছে মা দুর্গার রুপে। এবং রেডিও জকি ও কৌতুকশিল্পী সায়ক সেজেছেন মা দুর্গার পুত্র কার্তিক ঠাকুর এর রূপ। মা দুর্গার এই দুর্গাপুজো উৎসবে বাপের বাড়ি যাওয়া নিয়েই মজা করেই এই ভিডিওটি বানানো হয়েছিল। হিন্দুদের দেবতা শিব ও দুর্গা মা কে নিয়ে এরকম মশকরা ও ঠাট্টা করার কারণেই এই বার মীর আফসার আলি এর উপর রেগে গেছেন কিছু হিন্দু ধর্মের কট্টোরপন্থীরা।

কেউ আবার প্রশ্ন করেছেন, ”কেন এই লোকটি দুর্গা মাকে নিয়ে মজা করে, নিজের দেবতাকে নিয়ে মজা করে কেন ভিডিয়ো বানান না।” আবার অনেকে ধর্মীয় জিনিস নিয়ে এরকম ঠাট্টা করার ভিডিয়ো বানানোর কারণে ভিডিও এবং পেজ এ রিপোর্ট মারার হুমকি দিয়েছেন তাদের। আবার অনেকে লিখেছেন, ”সাহস থাকলে ঈদের সময় মহম্মদকে নিয়ে একটা মজার ভিডিয়ো বানিয়ে দেখান…”

কিন্তু সকলেই আবার শুধুমাত্র মীর আফসার আলি কেই এরকম ভাবে আক্রমণ করেছেন, এরকম টাও পুরোপুরি নয়, অনেকেই আবার এই ভিডিও এর নিচে কমেন্ট করে মীর আফসার আলি এর রসিকতার প্রশংসা করেছেন। কিন্তু এটাই প্রথম বার নয়, এর আগেও অনেকবার কিছু বদমেজাজি লোকজন এর ধর্ম নিয়ে গোঁড়ামি করার কারণে এর শিকার হয়েছেন অভিনেতা মীর আফসার আলি।

কয়েকদিন আগের ঘটনা গণেশ-চতুর্থী এর দিন সেই উপলক্ষ কে ঘিরে শুভেচ্ছা জানানোর ফলেও ট্রোল হতে হয়েছিল মীর আফসার আলি কে। আবার একবার একই ধরনের জিনিসের শিকার হতে হলো তাকে।যদিও সে একজন রসিক মানুষ, তার ওরকম ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র এন্টারটেইমেন্ট এর জন্য, কোনো ধর্ম কে ছোট করার উদ্দেশ্যে নয়, সে সব ধর্ম কেই সমান চোখে দেখেন ও সন্মান করেন।

Related Articles

Back to top button